কলকাতাঃ হাতে আর মাত্র তিন দিন তারপরেই বাংলায় প্রথম দফার নির্বাচন। রাজ্যের প্রথম দফার নির্বাচনে ৩০ টি আসনে ভোট নেওয়া হবে। আর এই ৩০ টি আসনে ১৯১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ২৭ মার্চের দিনে। তবে কি জানেন প্রথম দফার নির্বাচনের ১৯১ জন প্রার্থীর কার কত সম্পত্তি? কতজন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে? এই নিবেদনের মাধ্যমে আপনাদের সামনে সেই পরিসংখ্যানই তুলে ধরা হবে।
কোন প্রার্থীর কত সম্পত্তি, কজনের বিরুদ্ধে মামলা চলছে এই পরিসংখ্যান গুলো বিশ্লেষণ করে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস নামের একটি সংস্থা। এছাড়াও এদের সঙ্গে সহযোগিতা করে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ নামের একটি সংস্থাও। আর এই দুই সংস্থা প্রথম দফার ১৯১ জন প্রার্থীর রিপোর্ট প্রকাশ্যে এনেছে। সংস্থাগুলোর পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দফার ১৯১ জন প্রার্থীর মধ্যে ৪৮ জনের বিরুদ্ধে চলছে ফৌজদারি মামলা। শতাংশের হিসেবে তা ২৫ শতাংশের মতো।
ওই রিপোর্টে দলগত হিসেবেও প্রার্থীদের তথ্য তুলে ধরা হয়েছে। আর সেই তথ্য অনুযায়ী, ১৯১ জন প্রার্থীর মধ্যে সবথেকে বেশি বামেদের প্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। শতাংশের হিসেবে তা ৫৬%। এরপর বিজেপির ৪১ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। তারপর রয়েছে শাসক দল। তৃণমূলের ৩৫ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা।
কংগ্রেসের ৩৩ শতাংশ প্রার্থীরর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এছাড়াও SUCI এর ১১ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি অভিযোগ। ১৯১ জন প্রার্থীর মধ্যে ৪৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চললেও, ৪২ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধের অভিযোগ। আর এই অপরাধে সর্বোচ্চ শাস্তি ৫ বছর অথবা তাঁর বেশি হতে পারে।
বিরোধীরা বরাবর অভিযোগ করে যে, শাসক দল তাঁদের নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে তাঁদের ফাঁসানো এবং বদনাম করার চেষ্টা করে থাকে। আবার শাসক দলও একই অভিযোগ তোলে বিরোধীদের ক্ষেত্রে। কিন্তু কথা হল এরকম গুরুতর অপরাধে অভিযুক্তদের কি ভোটে দাঁড়ানো যুক্তিসংযত? গণতন্ত্র রক্ষা করার জন্য মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য কি স্বচ্ছ নেতার অভাব এখনও?
The post কোন দলে ক্রিমিনাল প্রার্থী বেশি, প্রথম দফায় কতজন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা! জানুন বিস্তারিত first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3sf3yAv
Bengali News