কলকাতাঃ দীর্ঘদিন ধরেই চারিদিকে জল্পনা চলছিল যে মিঠুন চক্রবর্তী (mithun chakraborty) বিজেপিতে (Bharatiya Janata Party) যোগ দেবেন। সেই জল্পনার অবসান হয় গত ৭ মার্চ। সেদিন তিনি নরেন্দ্র মোদীর (Narendra Modi) ব্রিগেডে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) হাত ধরে বিজেপিতে যোগ দেন। এরপর থেকেই ওনাকে নিয়ে আরও একটি জল্পনার সৃষ্টি হয়েছিল। অনেকের মুখেই শোনা যাচ্ছিল যে, মিঠুনকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে পারে বিজেপি।
তবে বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হওয়ার আগে তো বাংলার ভোটার হতে হবে ওনাকে। আর সেই মর্মেই তিনি বাংলার ভোটার হয়ে যান। কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে মিঠুনের এক বোনের বাড়ি রয়েছে। সেখান থেকেই মহাগুরু ভোটার হওয়ার জন্য আবেদন করেন, আর ওনার নাম ভোটার লিস্টে উঠেও যায়। এরপর থেকেই কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে মিঠুনের প্রার্থী হওয়া নিয়ে জল্পনার সৃষ্টি হয়।
কিন্তু আজ বিজেপির ১৩ জন প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর এবং দুই কেন্দ্রে প্রার্থী বদলের পর সেই জল্পনার অবসান হয়। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে এর আগে তরুণ সাহাকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু তৃণমূলের বিদায়ী বিধায়কের স্বামী তরুণ সাহা বিজেপির সদস্য নন। আর ওনার নাম তালিকায় ওঠার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি বলেন, আমি বিজেপির সদস্য নয়, আর আমি তৃণমূল ছাড়িও নি এবং আগামী দিনেও ছাড়ব না।
তরুণ সাহার সেই ভিডিও বার্তার পর মুখ পোড়ে বিজেপির। এরপরই আজ ওই কেন্দ্রের প্রার্থী বদল করা হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে শিবাজী সিংহরায়কে প্রার্থী করল বিজেপি, আর এই ঘোষণার পরই মহাগুরুর নির্বাচনে লড়ার জল্পনার অবসান ঘটল। এছাড়াও আজ যাদের প্রার্থী করল বিজেপি, তাঁরা হলেন … গাইঘাটা থেকে মতুয়া মহাসঙ্ঘের সদস্য তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুরকে বিধানসভা নির্বাচনের টিকিট দিল বিজেপি। বাগদায় বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছে বিজেপি। অশোক লাহিড়ীকে আলিপুরদুয়ার থেকে সরিয়ে বালুরঘাটের প্রার্থী করল বিজেপি। তাছাড়াও পাহাড়ে GNLF জোটের সঙ্গে প্রার্থী ঘোষণা করল বিজেপি।
Bharatiya Janata Party (BJP) releases a list of 13 candidates for #WestBengalElections2021 pic.twitter.com/aA7C1H6yhJ
— ANI (@ANI) March 23, 2021
https://platform.twitter.com/widgets.js
The post মিঠুন চক্রবর্তীর প্রার্থী হওয়া নিয়ে জল্পনার অবসান first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2Qn6r3Y
Bengali News