নয়া দিল্লীঃ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে থাকা ন্যাশানাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS) প্রাচীন ভারতীয় জ্ঞান আর ঐতিহ্যকে পড়ুয়াদের অবগত করানোর জন্য ১০০ টি মাদ্রাসায় নতুন পাঠ্যক্রম শুরু করতে চলেছে। এই পাঠ্যক্রম নতুন শিক্ষা নীতির অংশ। NIOS প্রাচীন ভারতীয় জ্ঞান নিয়ে প্রায় ১৫ টি কোর্স প্রস্তুত করেছে। নতুন পাঠ্যক্রমে বেদ, যোগা, বিজ্ঞান, সংস্কৃত ভাষা, রামায়ণ, গীতা সমেত অন্য বিষয়ও থাকবে। এই কোর্স সমস্ত ৩,৫ আর অষ্টম শ্রেণীর প্রাথমিক শিক্ষার সমান।
এই বিষয়ে NIOS এর চেয়ারম্যান সরোজ শর্মা জানান, ‘এই কার্যক্রম প্রথমে ১০০ টি মাদ্রাসায় চালু করা হবে। ভবিষ্যতে এই পাঠ্যক্রম ৫০০ টি মাদ্রাসায় চালু করা হবে।” কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল মঙ্গলবার নয়ডার NIOS এর হেড অফিসে স্টাডি ম্যাটিরিয়াল জারি করেছেন। উনি জানিয়েছেন, ‘ভারত প্রাচীন ভাষা, বিজ্ঞান, শিল্পকলা, সংস্কৃতি আর ঐতিহ্যের ভাণ্ডার। এবার দেশ নিজেদের প্রাচীন ঐতিহ্যকে পুনর্জীবিত করে জ্ঞানের ক্ষেত্রে সুপার হওয়ার জন্য তৈরি। আমরা এই কোর্সের লাভ মাদ্রাসা আর বিশ্বতে থাকা প্রতিটি ভারতীয়র কাছে পৌঁছে দেব।”

জানিয়ে দিই, NIOS দুটি রাষ্ট্রীয় বোর্ডের মধ্যে একটি যারা প্রাইমারি, সেকেন্ডারি আর সিনিয়র সেকেন্ডারি স্তরের কোর্স ওপেন আর ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে করায়। এর যোগব্যায়াম পাঠ্যক্রমের মধ্যে পাতঞ্জলি কৃতাসূত্র, যোগাসুত্র অনুশীলন, সূর্য নমস্কার, আসন, প্রাণায়াম, স্ট্রেস রিলাইভ এক্সারসাইজ এবং মেমরি বর্ধিত অনুশীলন রয়েছে।
এর বিজ্ঞান কোর্সে জল, বায়ু, ফসল এবং বেদ, উৎপত্তির সুত্র, পৃথিবী এবং প্রাকৃতিক সম্পদ সম্বন্ধীয় বিষয় আছে। NIOS এর অ্যাসিস্ট্যান্ট ডায়রেক্টর শোয়েব রাজা খান বলেন, এই পাঠ্যক্রম সবার জন্যই উপলব্ধ হবে আর ওপেন এডুকেশন সিস্টেমের অন্তর্গত পড়ুয়ারা এই পাঠ্যক্রম নির্বাচিত করার জন্য স্বাধীন থাকবে।
The post মাদ্রাসায় পড়ানো হবে বেদ, গীতা, রামায়ণ! প্রস্তুতি শুরু করল কেন্দ্র সরকার first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2Pjh879
Bengali News