মমতা ব্যানার্জীর পায়ে আঘাত পাওয়া রাজ্য এবং পুরো দেশের রাজনীতির মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বুধবার দিন সন্ধ্যে বেলা খবর আসে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আহত হয়েছেন, উনার পায়ে আঘাত লেগেছে। তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে যে চক্রান্ত করে উনার উপর হামলা করা হয়েছে।
অবশ্য প্রতক্ষ্যদর্শীরা অন্য কথা বলেছেন। তারা দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী পা একটা পিলারের সাথে ধাক্কা লাগে। আর তাতেই উনি আহত হন, এতে অন্য কারোর হাত নেই। দেশজুড়ে নেতা নেত্রীরাও এই ইস্যুতে মন্তব্য করছেন। কিছু দলের নেতারা ঘটনাটিকে সহানুভূতি কুড়ানোর চেষ্টা বলেছেন, আবার অনেকে এটাকে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ষড়যন্ত্র বলেছেন।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ট্রোল শুরু হয়েছে। কিছুজন সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে ইচ্ছে করে সবকিছু নাটক করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রশান্ত কিশোরকে বেস্ট ডিরেক্টর এবং মমতা ব্যানার্জীকে বেস্ট অভিনেত্রী বলা হচ্ছে।
#MamtaBanerjee #ममता_बनर्जी "Prashant Kishore"
ART ARTIST pic.twitter.com/tMoBMLy8rO
— AaKaash Koul (@AakaashKoul) March 10, 2021
https://platform.twitter.com/widgets.js
কয়েকজন বলেছেন , মমতা ব্যানার্জী যেভাবে নাটক করেছেন সেভাবে অন্য কেউ করতে পারবেন না।
एक मुख्यमंत्री की सुरक्षा बहुत कड़ी होती हैं और उसमें चार पांच लोग मारकर भाग जाए और पता ही नहीं चले हजम नहीं हो रही बात खैर चुनाव का मौसम है प्रशांत किशोर की स्क्रिप्ट का भी ध्यान रखना होगा पैसे जो दिए है …..!!
— पिंकू शुक्ला (@shuklapinku) March 10, 2021
https://platform.twitter.com/widgets.js
এক সোশ্যাল মিডিয়া ইউজার লিখেছেন, প্রশান্ত কিশোর যে যে রাজনৈতিক নেতাকে উপদেশ দিতেন তাদের সবার ক্ষেত্রে এমন ঘটনা দেখা গেছে। অর্থাৎ ভুয়ো হামলা চালিয়ে সহানুভূতির নাটক করা।
प्रशांत किशोर जिस-जिस मुख्यमंत्री/नेता का सलाहकार होता है, उस पर झूठे हमले करवा कर सहानुभूति की नौटंकी करवाता है! Screen shot देखिए, और ममता दीदी के नाटक के पीछे उनके 'नौटंकी सलाहकार" का खेल समझिए… pic.twitter.com/TzCkcdro75
— India Speaks Daily-ISD (@IndiaSpeaksISD) March 11, 2021
https://platform.twitter.com/widgets.js
আরেকজন ইউজার লিখেছেন, প্রশান্ত কিশোর সিনেমা কেন বানাচ্ছেন না? মশলাদার স্ক্রিপ দিয়ে একজন নেত্রীকে এত ভালো অভিনয় করাচ্ছেন, তাহলে আসল অভিনেতা অভিনেত্রীদের দিয়ে অনেক টাকা কামাতে পারবেন।
The post ‘প্রশান্ত কিশোর বেস্ট ডিরেক্টর, মমতা ব্যানার্জী বেস্ট অভিনেত্রী’- সোশ্যাল মিডিয়ায় শুরু ব্যাপক ট্রোল first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2PS9AbY
Bengali News