কলকাতাঃ একুশের ভোটে টলিউডের নামীদামী সেলিব্রিটিরা রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন। একদিকে যেমন সায়নী ঘোষ, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, কৌশানী, সায়ন্তিকা, কাঞ্চন মল্লিকরা শাসক দল তৃণমূলে যোগ দিয়েছেন। তেমনই আরেকদিকে বিজেপির পাল্লাও বেশ ভারী। গেরুয়া শিবিরে এখনও পর্যন্ত যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, পায়েল, শ্রাবন্তীর মতো খ্যাতনামা সেলিব্রিটিরা যোগ দিয়েছেন।
এবারে নির্বাচনে মানুষ যেই দলেই ভোট দিক না কেন, প্রতিটি জনসভায় তারকাদের দেখতে ভিড় জমাবেই। আর এই তারকার রাজনীতির যোগের মধ্যে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেই ছবি ঘিরে নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল ওই ছবিতে বিজেপির দুই নেতা মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষের সঙ্গে বাংলার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে দেখা গিয়েছে। ছবিটি বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। আর পোস্ট করার পর থেকেই ছবি নিয়ে জল্পনা শুরু হয়েছে।
তবে অভিনেতাদের একসঙ্গে আড্ডা দেওয়া অস্বাভাবিক কিছু না। আবার রুদ্রনীল বাবুর ছবির ক্যাপশনটাও একটু সন্দেহজনক। রুদ্রনীলবাবু ছবির ক্যাপশনে লিখেছেন ‘আড্ডা যখন অন্যরকম”। বিজেপি নেতার এই ক্যাপশনের কারণেও অনেক জল্পনা ছড়াচ্ছে। আর দুই বিজেপি নেতার সঙ্গে একজন অভিনেতার ছবি একটু তো জল্পনা ছড়াবেই। অনেকে আবার ইতিমধ্যে এই ছবিতে যিশু সেনগুপ্তকে জয় শ্রী রামও জানিয়ে দিয়েছেন।
The post বিজেপিতে যাচ্ছেন যিশু? সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই তীব্র জল্পনা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/38jk62j
Bengali News