নয়া দিল্লীঃ কৃষক সংগঠন গুলো আগামীকাল ৬ ফেব্রুয়ারি গোটা দেশে চাক্কা জ্যাম করার ঘোষণা করেছে। কিন্তু এবার এই বিষয়ে কৃষক সংগঠনের নেতা রাকেশ টিকাইত বড় বয়ান দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, উত্তর প্রদেশ আর উত্তরাখণ্ডে চাক্কা জ্যাম হবে না। সেখানে কৃষকরা শুধু জেলা আধিকারিকদের শ্বেতপত্র দেবে।
উল্লেখ্য, কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের এই আন্দোলন প্রায় আড়াই মাস ধরে চলেছে। আর এই আন্দোলনের নেতা রাকেশ টিকাইত গোটা দেশে আগামীকাল চাক্কা জ্যাম করার ঘোষণা করেছেন। যদিও এই চাক্কা জ্যামের প্রভাব উত্তর প্রদেশ আর উত্তরাখণ্ডে পড়বে না। এর আগে দিল্লী NCR এও চাক্কা জ্যাম না করার ঘোষণা করা হয়েছিল। কৃষক নেতা রাকেশ টিকাইত এই চাক্কা জ্যাম নিয়ে সম্পূর্ণ প্ল্যান বানিয়েছেন।
রাকেশ টিকাইতের অনুযায়ী, এবার চাক্কা জ্যাম মাত্র দুই ঘণ্টার হবে। দুপুর ১২ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত দেশের জাতীয় সড়কে চাক্কা জ্যাম করবে কৃষকরা। এই তিন ঘণ্টা কৃষক এবং কৃষক আন্দোলনকে সমর্থন করা মানুষেরা দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবে। তিন ঘণ্টার প্রদর্শনে গ্রাম, ব্লক আর জেলা স্তরের স্থানীয় আধিকারিকদের শ্বেতপত্র দেওয়া হবে।
চাক্কা জ্যাম নিয়ে দিল্লী, উত্তর প্রদেশ আর হরিয়ানার পুলিশ কৃষক নেতাদের সাথে বৈঠক করেছে। এর সাথে সাথে কয়েকটি রুটেও বদল আনা হয়েছে।
কৃষক নেতারা জানান, চাক্কা জ্যামের সময় জায়গায় জায়গায় কৃষক সংগঠনের মানুষেরা বাদাম, জল, ফল, খাবার সমতে অন্য জিনিষ বণ্টন করবে। প্রতিটি গ্রাম থেকে দুটি ট্রাক্টর দিল্লীতে প্রদর্শন স্থলে আসবে, তাঁর সেখানে কদিন থেকে তারপর নিজের গ্রামে ফেরত যাবে।
The post আগামীকাল যোগীর রাজ্য উত্তরপ্রদেশে চাক্কা জ্যাম করা থেকে বিরত থাকল কৃষকরা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3oO0toh
Bengali News