নয়া দিল্লীঃ ভারত এখন বিশ্বের সবথেকে বড় করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম চালাচ্ছে। গত ১৬ জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হয়েছে ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব মনোহর অগনানী জানিয়েছেন যে, দেশে ২১ দিনের মধ্যে ৫০ লক্ষ মানুষকে কোভিডের টিকা দেওয়া হয়েছে।
ভারতে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া বিশ্বের অনেক শক্তিশালী দেশের তুলনায় অনেক দ্রুত গতিতে চলেছে। পরিসংখ্যানের কথা বললে, ৫০ লক্ষ মানুষকে করোনার টিকা আমেরিকায় ২৪ দিনে, ব্রিটেনে ৪৩ সিনে আর ইজরায়েলে ৪৫ দিনে দেওয়া হয়েছে। মনোহর অগনানী বলেন, ৫ ফেব্রুয়ারি বিকেল ৬ টা পর্যন্ত ৫২ লক্ষ ৯০ হাজার ৪৭৪ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভারতে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন কোভিশিল্ড আর ভারত বায়োটেকের কোভ্যাকসিনের প্রয়োগ করা হচ্ছে। এর আগে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সংক্রামক বিভাগের হেড ডঃ সমীরণ পাণ্ডা কোভ্যাকসিন আর কোভিশিল্ড নিয়ে ছড়ানো গুজবের জবাব দিয়েছেন।
উনি পরিস্কার জানিয়ে দিয়েছিলেন যে, এমার্জেন্সির জন্য অনুমোদন দেওয়া এই দুটি ভ্যাকসিন একদম সুরক্ষিত আর এর প্রভাব নিয়ে ঘাবড়ানোর কোনও দরকার নেই। উনি বলেছিলেন যে, সাধারণ মানুষকে এগিয়ে এসে ভ্যাকসিনের বিরুদ্ধে ছড়ানো গুজবকে নস্যাৎ করতে হবে।
The post টিকাকরণে বিশ্বের শক্তিধর দেশগুলোকে পিছনে ফেলল ভারত first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2YMpZQa
Bengali News