কলকাতাঃ হাতে গোনা আর কয়েকটা দিন। তারপরেই রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। লাগু হবে আদর্শ আচরণ বিধিও। আর তাঁর আগেই রাজ্যে ঢুকে পড়েছে ১২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। ১২ কোম্পানির মধ্যে ৯ কোম্পানির বাহিনী কলকাতায় থাকবে আর বাকি ৩ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী বর্ধমানে। হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বিধাননগর, ব্যারাকপুর, ডায়মন্ড হারবার, বাঁকুড়া, বীরভূমে এই ১২ কোম্পানির বাহিনী মোতায়েন থাকবে। এরপর আগামী ২৫ ফেব্রুয়ারি আরও ১২৫ কোম্পানির বাহিনী রাজ্যে আসতে চলেছে।
রাজ্যে যখন নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, তখন এরই মধ্যে তৃণমূলের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে চাঞ্চল্যকর গতিবিধি নজরে পড়ল। ঘণ্টা খানেক আগে তৃণমূলের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়েছে প্রোফাইল পিকচার। এছাড়াও কভার পিকচারও সরিয়ে দেওয়া হয়েছে। আচমকাই এহেন কাজে ধ্বন্দ্বে সবাই।
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ফেসবুক পেজের প্রোফাইল পিকচার সরিয়ে সাদা ছবি রাখা হয়েছে। আর সেই পেজেরই কভার ছবি সরিয়ে Coming Soon লেখা হয়েছে। কিন্তু আচমকাই কেন এই সিদ্ধান্ত নীল তৃণমূল নেতৃত্ব? কি এমন হয়েছে যে, ফেসবুক থেকে ছবি সরিয়ে নিল তৃণমূল?
উল্লেখ্য, আজ তৃণমূল ভবনে নির্বাচনের আগে নতুন স্লোগান লঞ্চ করতে চলেছে শাসক দল। আর সেই কারণে ফেসবুক থেকে প্রোফাইল ছবি আর কভার ছবি সরিয়ে নেওয়া হয়েছে। নতুন স্লোগান লঞ্চের পর আবারও নতুন করে সেজে উঠবে ফেসবুকে তৃণমূলের পেজ।
The post ফেসবুক থেকে প্রোফাইল আর কভার ছবি মুছে দিল তৃণমূলের অফিসিয়াল পেজ! তুঙ্গে জল্পনা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2M8lFs1
Bengali News