কলকাতাঃ জল্পনার অবসান। অবশেষে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহানের বন্ধু তথা টলিউডের বড় পর্দার হিরো যশ দাশগুপ্ত। আর ওনার সাথে বিজেপিতে যোগ দেন সৌমিলি ঘোষ, পাপিয়া অধিকার এবং ত্রমিলা ভট্টাচার্য। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় এবং বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তর উপস্থিতিতে এনারা আজ বিজেপির পতাকা তুলে নেন।
Live : Press conference by Shri @DilipGhoshBJP, Shri @Drsubhassarkar & Shri @SamikBJP at Hastings BJP Office, Kolkata.
Watch : https://t.co/WA7tumDimZ
— BJP Bengal (@BJP4Bengal) February 17, 2021
https://platform.twitter.com/widgets.js
এমাসের শুরু থেকেই বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা চলছিল যশ দাশগুপ্তর। আজ সেই জল্পনার অবসান হল। বিজেপিতে যোগ দিয়ে যশ জানিয়েছেন, বিজেপি এমন একটি দল যারা যুবদের সুযোগ করে দেয়। তাই আমি এই দলে যোগ দিলাম।
আরেকদিকে, যুব তৃণমূলের সহ সভাপতি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়েরও বিজেপিতে যোগ দেওয়া নিয়ে নানান জল্পনা চলছে। এছাড়াও মহাগুরু মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছে।
The post জল্পনার অবসান! গেরুয়া শিবিরে নাম লেখালেন নুসরত জাহানের বন্ধু যশ দাশগুপ্ত first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2NxaqJV
Bengali News