শ্রীনগরঃ জম্মু কাশ্মীরের শ্রীনগরে প্রকাশ্য দিবালোকে জঙ্গি হামলার মামলা সামনে আসছে। এই জঙ্গি হামলা সিসিটিভিতে বন্দি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শ্রীনগরে উচ্চ নিরাপত্তার বিমানবন্দর মার্গের বঘত এলাকায় শুক্রবার জঙ্গির হামলায় দুই পুলিশকর্মী শহীদ হন। পুলিশের এক আধিকারিক জানান, জঙ্গি খুব কাছ থেকে পুলিশের উপর গুলি চালিয়েছিল।
#WATCH Terrorist opens fire in Baghat Barzulla of Srinagar district in Kashmir today
( CCTV footage from police sources) pic.twitter.com/FXYCvQkyAb
— ANI (@ANI) February 19, 2021
https://platform.twitter.com/widgets.js
পুলিশ জানায়, দুই পুলিশকর্মীকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। আধিকারিকরা জানান, সেনা হামলাকারীদের তল্লাশি চালানো শুরু করেছে। গত তিনদিনে এটা শহরে দ্বিতীয় জঙ্গি হামলা।
এর আগে জঙ্গিরা বুধবার শহরের উচ্চ সুরক্ষা যুক্ত এলাকা দুর্গানাগ এলাকায় এক ঢাবা মালিক আর তাঁর ছেলের উপর হামলা চালায়। বিভিন্ন দেশে কূটনৈতিকবীদেরা শ্রীনগরে পর্যবেক্ষণে যাওয়ার দিনে এই জঙ্গি হামলা হয়েছিল।
The post ভিডিওঃ কাশ্মীরে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি জঙ্গির! ঘটনাস্থলে শহীদ দুই পুলিশকর্মী first appeared on India Rag .
from India Rag https://ift.tt/37t6Is6
Bengali News