নয়া দিল্লীঃ কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে দিল্লী সীমান্তে চলা কৃষকদের আন্দোলনের আজ ৮৫ তম দিন। ২৬ জানুয়ারি ট্রাক্টর প্যারেডে হওয়ার হিংসার পর প্রতিটি আন্দোলন স্থলেই দিল্লী পুলিশের সুরক্ষা ব্যবস্থা কড়া করে দেওয়া হয়েছে। একই অবস্থা দিল্লীর সিঙ্ঘু বর্ডারেও। আর এরই মধ্যে মঙ্গলবার সিঙ্ঘু বর্ডারে মোতায়েন এক পুলিশ আধিকারিক (SHO)-এর উপর এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে হামলা করে পালিয়ে যায়।
A Delhi Police SHO received minor injuries after he was attacked by an agitator at Singhu border y'day. Agitator was in inebriated state & was attempting to snatch a Policeman's car. When stopped, he attacked SHO with a sharp object & was arrested near Mukarba Chowk: Delhi Police
— ANI (@ANI) February 17, 2021
https://platform.twitter.com/widgets.js
দিল্লী পুলিশ অনুযায়ী, সিঙ্ঘু বর্ডারে গতকাল এক আন্দোলনকারী দ্বারা হামলা করার পর SHO আহত হয়েছেন। আন্দোলনকারী পুলিশের গাড়ি ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। তখন পুলিশ তাঁকে আটকাতে গেলে সে পুলিশের উপর ধারালো হাতিয়ার দিয়ে হামলা করে। এরপর পুলিশ তাঁকে মুকরবা চৌকের পাশ থেকে গ্রেফতার করে।
The post দিল্লী বর্ডারে পুলিশ অফিসারের উপর হামলা আন্দোলনকারীর, গাড়ি ছিনিয়ে পালাবার চেষ্টায় গ্রেফতার first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2NtS64q
Bengali News