কলকাতা: গতকাল এবছর প্রথম এরাজ্যে নির্বাচনী জনসভায় অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়ায় সরকারি অনুষ্ঠান সেরে বিজেপির জনসভায় অংশ নেন তিনি। সেখান থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলকে একাধিক ইস্যুতে নিশানা করেন। তিনি এও জানান যে, বিজেপি এরাজ্যে ক্ষমতায় এসে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে Pm Kisan প্রকল্প চালু করবে। তিনি এও জানান যে, বিগত কয়েকবছর ধরে পিএম কিষান নিধি অনুযায়ী বাংলার কৃষকরা যেই টাকা পাওয়ার কথা, সেই টাকাও দেবে বিজেপির সরকার। স্বভাবতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘোষণার পর রাজ্যের কৃষকরা আশার আলো দেখছে।
গত শনিবার নবদ্বীপ থেকে বঙ্গে পরিবর্তন রথযাত্রার সূচনা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখান থেকে তিনি নতুন স্লোগানও দেন। তিনি নতুন স্লোগান দিয়ে বলেন ‘অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা।” নাড্ডার বঙ্গে রথযাত্রার সূচনার পরের দিনই বাংলায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার হলদিয়া থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। আর এরপর হেলিকপ্টার মাঠে একটি জনসভায় অংশ নেন তিনি।
শনিবার নবদ্বীপ থেকে রথযাত্রার সূচনার পর আগামীকাল আরো দুটি রথযাত্রার সূচনা করতে চলেছে বিজেপি। তারাপীঠ ও ঝাড়গ্রাম থেকে এই রথযাত্রার সূচনা করা হবে। মঙ্গলবার এই দুটি রথের দড়ি টানবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এছাড়াও আগামী ১১ তারিখ বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১১ তারিখ বনগাঁর ঠাকুরনগরে তিনি একটি সভা করবেন।
তারাপীঠে রথের দড়ি টানার পর তারাপীঠের মায়ের মন্দিরে পুজোও দেবেন তিনি। এছাড়াও তারাপীঠে একটি জনসভাও করবেন তিনি। তারাপীঠে জেপি নাড্ডার রথযাত্রার সূচনা করার পর বীরভূমে একের পর এক কেন্দ্রীয় নেতৃত্ব আসবেন। কেন্দ্রীয় নেতৃত্বদের তালিকায় সবার উপরে নাম রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। প্রাপ্ত খবর অনুযায়ী আগামী ১৩ ফেব্রুয়ারি বীরভূমের নানুরে সভা করবেন যোগী আদিত্যনাথ।
এছাড়াও ১০ ফেব্রুয়ারি মল্লারপুরে সভা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবং ১২ ফেব্রুয়ারি দুবরাজপুরে সভা করতে চলেছেন স্মৃতি ইরানি।
The post ১৩ তারিখ বাংলায় যোগী, নির্ধারিত হল রাজ্যে ওনার প্রথম সভার দিনক্ষণ first appeared on India Rag .
from India Rag https://ift.tt/36S92sa
Bengali News