শ্রীনগরঃ জম্মু কাশ্মীরে পুলওয়ামা হা’ম’লা’র দ্বিতীয় বর্ষপূর্তিতে আরও একটি বড়সড় হা’ম’লা’র ছক ভেস্তে দিল ভারতীয় সেনা। জম্মু কাশ্মীরের বাস স্ট্যান্ড থেকে ৭ কেজি বিস্ফোটক উদ্ধার করেছে সেনা। এত পরিমাণে বিস্ফোটক উদ্ধার হওয়ার পর জঙ্গিরা কত বড় নাশকতার ছক কষেছিল সেটা বোঝাই যাচ্ছে। যদিও সেনার তরফ থেকে এই বিষয়ে বিস্তৃত তথ্য দেওয়া হয়নি। জম্মু কাশ্মীর জোনের পুলিশের মহানির্দেশক আজ বিকেলে প্রেস কনফারেন্সে করে এই ঘটনার বিষয়ে জানাবেন।
Jammu and Kashmir: Explosive material recovered from Jammu bus stand. More details awaited.
— ANI (@ANI) February 14, 2021
https://platform.twitter.com/widgets.js
সেনা সুত্র থেকে জানা যায় যে, জম্মু বাস আড্ডা থেকে ৭ কেজি বিস্ফোটক সামগ্রী উদ্ধার হয়েছে আর এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ওই জঙ্গি বিস্ফোটক পদার্থ নিয়ে বাস স্ট্যান্ডে গিয়েছিল। পুলিশ সুত্র থেকে জানা যায় যে, জম্মু শহরে বড়সড় হা’ম’লা’র প্ল্যান করছিল জঙ্গিরা। তাঁদের নিশানায় জম্মু রেলওয়ে স্টেশন, জম্মু বাস স্ট্যান্ড আর জম্মু শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা ছিল।
উল্লেখ্য, গোয়েন্দা বিভাগ আগে থেকেই অ্যালার্ট জারি করেছিল যে জম্মু কাশ্মীরে বড়সড় হা’ম’লা’ হতে পারে। পুলিশ সুত্র থেকে জানা যায় যে, ধৃত জঙ্গি কাশ্মীরের বাসিন্দা আর কদিন আগে জম্মু থেকে যেই দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল, তাঁদের সঙ্গে এই জঙ্গির যোগসূত্র রয়েছে। পুলিশ সুত্রে জানা যায় এঁরা সবাই মিলে আলাদা আলাদা জায়গায় আজকের দিনে বড় হা’ম’লা’র ছক কষেছিল।
বলে রাখি, জম্মু কাশ্মীরের পুলওয়ামায় দুই বছর আগে আজকের দিনে জইশ-এ-মহম্মদ এর আত্মঘাতী হা’ম’লা’কারী CRPF এর কনভয়ে হামলা করেছিল। ওই হা’ম’লা’য় CRPF এর ৪০ জন জওয়ান শহীদ হয়েছিলেন। হা’ম’লা’র দ্বিতীয় বর্ষপূর্তিতে সেনা গোটা রাজ্যে কড়া সুরক্ষার বন্দবস্ত করেছে। আর সেনার কড়া সুরক্ষার কারণেই আজ বড়সড় হা’ম’লা’র ছক ভেস্তে গেল জঙ্গিদের।
The post আজ আরেকটি পুলওয়ামা করতে চেয়েছিল জঙ্গিরা, সেনার তৎপরতায় ভেস্তে গেল সব পরিকল্পনা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3dcTtPC
Bengali News