-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

করোনার নতুন ওষুধের ছাড়পত্র পেলো পতঞ্জলি, ১৫৪ টি দেশে হবে রপ্তানি

- February 19, 2021

নয়া দিল্লীঃ যোগগুরু বাবা রামদেব আজ করোনা নতুন ওষুধ লঞ্চ করলেন। পতঞ্জলি দাবি করেছে যে, এই নতুন ওষুধ করোনার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। পতঞ্জলির নতুন ওষুধের লঞ্চের অবসরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন আর কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ি উপস্থিত ছিলেন। নতুন ওষুধের নাম কোরোনিল রাখা হয়েছে। পতঞ্জলি দাবি করেছে যে, এই কোরোনিল ট্যাবলেটের মাধ্যমে করোনার চিকিৎসা সম্ভব হবে।

আয়ুষ মন্ত্রালয় কোরিনিল ট্যাবলেটকে করোনার ওষুধ হিসেবে স্বীকৃতি ধিয়েছে। পতঞ্জলি জানিয়েছে যে, নতুন কোরোনিল ওষুধ CoPP-WHO GMP সার্টিফায়েড। ওষুধ লঞ্চের সময় বাবা রামদেব বলেন, যোগব্যায়াম আয়ুর্বেদকে গবেষণা ভিত্তিক চিকিত্সা পদ্ধতি হিসাবে গ্রহণ করা হচ্ছে।

https://platform.twitter.com/widgets.js

রামদেব বলেন, গত তিন দশক ধরে আমাকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আমি বলেছিলাম রোগকে কন্ট্রোল না, আপনি একবারে মূল থেকে উৎখাত করতে পারবেন। এখন সমস্ত সার্টিফিকেটের সঙ্গে আমাদের কাছে ২৫০-র বেশি রিসার্চ পেপার আছে। শুধু করোনার উপরেই আমাদের কাছে ২৫ টি রিসার্চ পেপার আছে। এখন বিশ্বের কেউ আমাদের দিকে আঙুল তুলতে পারবে না।

পতঞ্জলির CEO আচার্য বালকৃষ্ণ বলেন, মানুষ অনেক আগে থেকেই কোরোনিলের ওষুধ ব্যবহার করছে। কিন্তু এবার DGCA এর আমরা WHO এর তরফ থেকেও এই ওষুধের স্বীকৃতি পেয়ে গিয়েছি। ১৫৪ টি দেশে আমরা এই ওষুধ ব্যবহার করতে পারব। সমস্ত কিছু ঠিক করে আমরা এবার করোনার ওষুধ বিদেশে রপ্তানি করব। আমরা সমস্ত দিক খতিয়ে দেখে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরোনিল নিয়ে গবেষণা করেছি।

The post করোনার নতুন ওষুধের ছাড়পত্র পেলো পতঞ্জলি, ১৫৪ টি দেশে হবে রপ্তানি first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3dobpqN
Bengali News
 

Start typing and press Enter to search