কৃষক আন্দোলনকে নিয়ে সন্দেহ যত দিন যাচ্ছিল তত প্রগাঢ় হচ্ছিল। আর এখন কৃষক আন্দোলনের সাথে জড়িত নেতারা কৃষি আইনের বিরোধিতার কারণ নিজেরাই ফাঁস করতে শুরু করেছেন। রাকেশ টিকাইট থেকে শুরু করে আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্যান্য নেতারা দিন প্রতিদিন স্পষ্ট করে দিচ্ছেন যে তাদের উদেশ্য কৃষি আইনের বিরোধিতা করা নয় বরং কেন্দ্রে থাকা NDA ও বিজেপি সরকারের বিরোধিতা করা।
জানিয়ে দি স্বঘোষিত কৃষক নেতাদের লাগাতার বিরোধ প্রদর্শন সত্ত্বেও কেন্দ্র সরকার ঝুঁকতে অস্বীকার করেছে। যে কারণে এবার এই নেতারা সেই রাজ্যে আন্দোলনকে বাড়ানোর পরিকল্পনা করেছে যেখানে নির্বাচন সামনে রয়েছে। এখন কৃষক নেতাদের বক্তব্য যদি পশ্চিমবঙ্গে বিজেপির হার হয় তবেই হবে আন্দোলনের জয়।
কৃষক নেতাদের মুখ থেকে এমন মন্তব্য আসার পর মনে করা হচ্ছে, মহাজোট যে কাজ লোকসভার নির্বাচনে আগে করছিল এখন সেই কাজ কৃষক আন্দোলনের আড়ালে চলমান রয়েছে। হরিয়ানায় কৃষক নেতা গুরনাম সিং চারুনি বলেন, যদি পশ্চিমবঙ্গে বিজেপির লোকেরা হেরে যায় তবেই আমাদের আন্দোলন সফল হবে।
কৃষক নেতা আরো বলেন, পশ্চিমবঙ্গের লোকজন কৃষির উপর নির্ভরশীল। আমরা পশ্চিমবঙ্গে যাবো এবং সেখনের মানুষজনকে অনুরোধ করবো যে তারা যেন সেই সকল লোকেদের ভোট না দেয় যারা আমাদের জীবিকা ছিনিয়ে নিচ্ছে। একই সাথে রাকেশ টিকাইটও পশ্চিমবঙ্গে সভা করবেন বলে ঘোষণা করে দিয়েছেন। সবমিলিয়ে কৃষক আন্দোলন যে এখন রাজনীতি রং লেগেছে তা বুঝতে কারোর বাকি নেই।
The post পশ্চিমবঙ্গে বিজেপি হারলে তবেই কৃষক আন্দোলন সফল হবে: গুরনাম সিং চারুনি, কৃষক নেতা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3bkjEkP
Bengali News