মুম্বাই: কৃষক আন্দোলন নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক স্তরে আওয়াজ ওঠার পর ভারতীয় তারকারা বিদেশী ষড়যন্ত্রের কড়া জবাব দেয়। এবার মহারাষ্ট্র সরকার এই ভারতীয় তারকাদের ট্যুইট তদন্ত করতে পারে।
এরকমই ইঙ্গিত মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ দিয়েছেন। যদিও তিনি এই তদন্ত নিয়ে কোনও আদেশ দেননি এখনো। উনি শুধু তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন। জানিয়ে দিই কৃষক আন্দোলন নিয়ে ট্যুইট করা ভারতীয় তারকাদের মধ্যে প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর, বলিউড অভিনেতা অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াত এবং গায়িকা তথা ভারত রত্ন লতা মঙ্গেশকর আছেন।
কৃষক আন্দোলন নিয়ে করা ট্যুইটার মামলায় কংগ্রেস নেতা শচীন সাওয়ান্ত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের সাথে আলোচনার কথা উল্লেখ করে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী জানিয়েছেন যে এটি একটি গম্ভীর সমস্যা। সব সেলিব্রেটিদের ট্যুইট একরকম কীভাবে হতে পারে। এদের উপর ট্যুইট করার জন্য কোনও চাপ দেওয়া হয় নি তো? এর তদন্ত হওয়া উচিৎ।” সাওয়ান্ত আরও বলেন যে, দেশমুখ গোয়েন্দাদের কাছে এর দায়িত্ব দিয়েছেন।
জানিয়ে দিই, মহারাষ্ট্র কংগ্রেসের নেতারা এই মামলায় পুলিশের কাছে তদন্তের দাবি করেছিল। তাঁরা জানতে চেয়েছিল যে সেলিব্রিটির বিজেপির চাপে কেন্দ্র সরকারের পক্ষ নিয়েছিল কিনা। কংগ্রেসের রাজ্য মহাসচিব তথা মুখপাত্র শচীন সাওয়ান্ত সেলিব্রিটিদের ট্যুইটের তদন্তের দাবিতে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের সাথে সাক্ষাৎ করেছিলেন।
The post কৃষকদের নিয়ে পোস্ট করার জের! লতা, শচীনদের ট্যুইটের তদন্ত করবে উদ্ভব সরকার first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2YYKbP7
Bengali News