কলকাতাঃ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নামা ভারতীয় জনতা পার্টি রাজ্যে ১ হজার ৫০০ বেশি র্যালি করার পরিকল্পনা নিয়েছে। এই র্যালি গুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আর বিজেপির শাসিত রাজ্যে মুখ্যমন্ত্রীরা ছাড়াও দলের বরিষ্ঠ আর রাজ্য স্তরের নেতারা করবেন। বিজেপি বাংলার প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা নিয়েছে।
রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনের জন্য ভোট গ্রহণ এবছরের এপ্রিল-মে মাসে হতে পারে। রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসার দাবি করা বিজেপি কোনও সুযোগই হাতছাড়া করতে রাজি নয়। প্রতিটি বিধানসভায় অন্তত একটি করে বড় মাপের র্যালি করার প্ল্যানে রয়েছে বিজেপি। এছাড়াও রাজ্য জুড়ে মোট ১,৫০০ র্যালি করা হবে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। রাজ্য বিজেপির সুত্র অনুযায়ী, রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।
বিজেপির সুত্র অনুযায়ী, প্রতিটি বিধানসভায় পাঁচ থেকে ছয়টি জনসভা হবে আর একটি করে বড় জনসভা হবে। বড় জনসভায় একজন করে কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন। বিজেপির সুত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকটি নির্বাচিত লোকসভা আসনে র্যালি করবেন। আর বরিষ্ঠ কেন্দ্রীয় মন্ত্রীরা বিধানসভা আসন গুলোতে একের পর এক জনসভা এবং রোড শো করবেন।
বড় র্যালি ছাড়াও দলের সংগঠন গুলো ছোট ছোট সভা করে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেবেন। বিজপির এক নেতা জানান, ‘বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলের ছোট থেকে বড় বড় নেতারা বিভিন্ন বিধানসভা অঞ্চলে ছোট-বড় পথসভা করবেন।” ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে ১৮ টি আসনে জয়লাভ করেছিল। আর এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০-র বেশি আসনে জয়ী হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।
The post বাংলা জুড়ে দেড় হাজার র্যালি করবে বিজেপি, মমতাকে হারাতে তৈরি ব্লুপ্রিন্ট first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3biVyqH
Bengali News