ভোপালঃ শহরের নাম বদলানোর রাস্তায় উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের মতো এবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও হাঁটছেন। শিবরাজ সিং চৌহান সবার আগে হোশঙ্গাবাদ শহরের নাম বদলে ‘নর্মদাপুরম” করার ঘোষণা করেছেন। মা নর্মদার জয়ন্তীর একটি অনুষ্ঠানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং নিজের স্ত্রীর সঙ্গে অংশ নেন। আর সেখান থেকেই তিনি হোশঙ্গাবাদ শহরের নাম বদলে নরমদাপুরম রাখার ঘোষণা করেন।
নর্মদা জয়ন্তীতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মা নর্মদার অভিষেক করে পুজো করেন। নর্মদা জয়ন্তী মহোৎসবে মা নর্মদার ভক্তিতে ডুবে শিবরাজ সিং মঞ্চে উঠে ভজন কীর্তনও করেন। নিজের ভাষণে শিবরাজ সিং জানান, ‘হোশঙ্গাবাদের নাম বদলে নর্মদাপুরম করার প্রস্তাব কেন্দ্র সরকারকে পাঠানো হয়েছে। আগামী কিছুদিনেই সেই প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা আছে। এরপর শহরের নাম বদলে যাবে।”
After #love_Jihad law, Bill against #stone_pelting, #CowCabinet, now MP CM @ChouhanShivraj renamed Hoshangabad district (was named after Sultan Hoshang Shah of Malwa in 1406) as #Narmadapuram on Friday. He's leaving no stone unturned to compete #UP_CM in a blind race.@newsclickin pic.twitter.com/sNlcbFK2V6
— Kashif Kakvi (@KashifKakvi) February 19, 2021
https://platform.twitter.com/widgets.js
শিবরাজ সিং চৌহানের এই ঘোষণার পর এবার ইস্যুতে রাজনীতি শুরু হয়েছে। রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস হোশঙ্গাবাদের নাম বদলানোর বিরোধিতা করেছে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের নেতা দিগবিজয় সিং বলেন, হোশঙ্গাবাদের নাম বদলে কিছুই হবে না। সরকারের কাজ বদলানো উচিৎ।
এর আগে ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা এবং প্রোটেম স্পিকার রামেশ্বর শর্মাও হোশঙ্গাবাদের নাম বদলে নর্মদাপুরম রাখার দাবি করেছেন। ওনারা জানান, একজন ডাকাতের নামে কেন কোনও শহরকে চেনা হবে? হোশঙ্গাবাদ মা নর্মদার নামে পরিচিতি পাক।
The post হোশঙ্গাবাদ শহরের নাম বদলে ‘নর্মদাপুরম” করার ঘোষণা শিবরাজ সিং চৌহানের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3qFaHZR
Bengali News