ওয়েবডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই কিছু না কিছু ভিডিও ভাইরাল হয়। এবারও একটি ভিডিও ভাইরাল হচ্ছে। তবে এবার কোনও পশু, পাখী, সাপের না। এবার একজনের নাক ডাকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে। আর এই নাক ডাকার আওয়াজ ভেসে আসছে মসজিদের মাইক থেকে। হ্যাঁ ঠিকই শুনেছেন। যেই মসজিদের মাইকে আজান শুনতে অভ্যস্ত মানুষ, সেই মাইক থেকেও ভেসে আসছে নাক ডাকার আওয়াজ।
মধ্যে রাতে যখন এলাকাবাসী দিনের সমস্ত দুঃখ, কষ্ট ভুলে গভীর নিদ্রায় ছিল, তখনই মসজিদের মাইক থেকে বিকট আওয়াজে ঘুম ভেঙে যায় সবার। প্রথমে ঠাওর না করতে পারলেও পরে বোঝা যায় যে, সেই আওয়াজ নসিকা গর্জনের। আর এই গর্জনের আওয়াজ ভেসে আসছে মসজিদের মাইক থেকে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় চারিদিকে হাসির রোল পড়ে গিয়েছে।
Molvi sahab mic on kr k sogaye
pic.twitter.com/kjBypHqGZh
— Arnold (@dapakiguy92) February 17, 2021
https://platform.twitter.com/widgets.js
উল্লেখ্য, আমরা মসজিদের মাইক থেকে আজান শুনতে অভ্যস্ত। কিন্তু সেই মাইক থেকেই যখন এরকম বিকট আওয়াজ ভেসে আসবে, তখন সবাই অবাক তো হবেই। আসলে মৌলবি ঘুমনোর আগে মাইক বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। আর সেই কারণেই এই বিপত্তি ঘটে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে এক ব্যক্তি ভিডিও করছেন, আর খিলখিলিয়ে হাসছেন। ব্যক্তির হাসার প্রধান কারণ হল ভিডিওতে একটি বিকট আওয়াজ ভেসে আসছে। সেই আওয়াজ হল নসিকা গর্জনের। ব্যক্তি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘মৌলবি সাহেব মাইক অন করে ঘুমিয়ে পড়েছেন।”
ভিডিওটি ১৭ ফেব্রুয়ারি ট্যুইটারে পোস্ট হয়েছে। আর এখনও পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ দেখে ফেলেছেন। ভিডিওটিতে প্রায় ৩ হাজার লাভ রিয়াক্ট আর ১ হাজার কমেন্টও পড়েছে। এই ভিডিওটি কবেকার বা কোথাকার তা জানা সম্ভব হয়নি। তবে ভিডিওটি নিয়ে চারিদিকে প্রচণ্ড মশকরা চলছে।
The post ভিডিওঃ মধ্যরাতে মসজিদের মাইক থেকে ভেসে আসছে বিকট শব্দ! ঘুম ছুটল এলাকাবাসীর first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3dvSpGI
Bengali News