হাওড়াঃ গতকাল বিদ্যার দেবী সরস্বতীর পুজো ঘিরে গোটা রাজ্য জুড়ে ছিল উন্মাদনা। করোনার কারণে বন্ধ থাকা স্কুল গুলো সরস্বতী পুজোর আগেই খুলে যায়। আর সেখানেও দেবী সরস্বতীর পুজো হয়। কিন্তু বিদ্যার দেবীর পুজোর দিনেই হাওড়ার ডোমজুড়ে ঘটে গেল এক বিশ্রী কাণ্ড। বিজেপির দাবি এবং মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হাওড়ার ডোমজুড়ের কাটলিয়ায় কেউ বা কারা গিয়ে মূর্তি ভেঙে ফেলে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। এবং এলাকায় যাতে উত্তেজনা ছড়িয়ে না পড়ে, সেই কারণে গোটা এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজেপি এই বিষয়ে নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে।
পিসির রাজত্বে পশ্চিমবাংলায় হিন্দুরা সুরক্ষিত নয়!
পশ্চিমবঙ্গে কি সরস্বতী পূজা করা যাবেনা? pic.twitter.com/VQQz44u4GU
— BJP Bengal (@BJP4Bengal) February 17, 2021
https://platform.twitter.com/widgets.js
বিজেপির ট্যুইটার পোস্টে দেবী সরস্বতীর ভাঙা মূর্তির কয়েকটি ছবি দেখা যাচ্ছে। বিজেপির তরফ থেকে করা ওই ট্যুইটের ক্যাপশনে লেখা হয়েছে, ‘পিসির রাজত্বে পশ্চিমবাংলায় হিন্দুরা সুরক্ষিত নয়! পশ্চিমবঙ্গে কি সরস্বতী পূজা করা যাবেনা?”
The post হাওড়ার ডোমজুড়ে দুষ্কৃতীরা ভেঙে ফেলল সরস্বতীর প্রতিমা! এলাকায় ছড়াল উত্তেজনা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3pttxls
Bengali News