-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বিশ্ব শাসন করছে ভারতীয়রা, আমেরিকা-ব্রিটেন সহ ১৫ টি দেশের উচ্চ পদে বিরাজমান ভারতীয় বংশোদ্ভূতরা

- February 15, 2021

নয়া দিল্লীঃ গোটা বিশ্বই ভারতকে আলাদা নজরে দেখে। আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন পর্যন্ত ভারতীয় প্রতিভা ছাপ ছেড়ে যাচ্ছে। আর এরমধ্যে প্রকাশ্যে আসা একটি তালিকা ভারতের মাথা গর্বে আরও উঁচু করে দিয়েছে। ওই তালিকায় বলা হয়ছে যে, বিশ্বের ১৫ টি দেশে ২০০ এর বেশি ভারতীয় বংশোদ্ভূত উচ্চ পদে বিরাজমান। শুধু তাই নয়, ওই ২০০ জনের মধ্যে ৬০ জন দেশের মন্ত্রীসভায় আছেন। এই তথ্য ‘২০২১ ইন্ডিয়াস্পোরা গভর্মেন্ট লিডার্স” এ দেওয়া হয়েছে।

সরকারি ওয়েবসাইট আর সার্বজনীন রুপে উপলব্ধ অন্য তথ্যের আধারে তৈরি করা এই সূচিতে বলা হয়েছে যে, ভারতীয় বংশোদ্ভূত ২০০ বেশি নেতা গোটা বিশ্বের ১৫ টি দেশে জনসেবায় উচ্চতম পদে বসে আছে। আর ৬০ জনের বেশি ভারতীয় বংশোদ্ভূত এই দেশগুলোর মন্ত্রীমণ্ডলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। ইন্ডিয়াস্পোরা’র সংস্থাপক, শিল্পপতি তথা বিনিয়োগকারী এমআর রঙ্গাস্বামী এই অবসরে বলেন, ‘এটা গর্বের বিষয় যে, বিশ্বের সবথেকে পুরনো গণতান্ত্রিক দেশ আমেরিকার প্রথম মহিলা তথা প্রথম কৃষ্ণাঙ্গ উপরাষ্ট্রপতি ভারতীয় বংশোদ্ভূত।”

তালিকায় নাম আসার পর আমেরিকার সাংসদ অ্যামি বেরা বলেন, ২০২১ ইন্ডিয়াস্পোরা গভর্মেন্ট লিডার্সের তালিকায় নাম আসা আমার কাছে গর্বের বিষয়। সংসদে দীর্ঘদিন ধরে সেবা দেওয়া সাংসদ হিসেবে আমাকে ভারতীয়-আমেরিকার সম্প্রদায়ের নেতা বানানো হয়েছে, আর আমি এতে গর্ববোধ করি। এই সম্প্রদায় আমেরিকার জীবন এবং সমাজের অভিন্ন অঙ্গ হয়ে উঠেছে। এই তালিকায় ব্রিটেনের মন্ত্রী প্রীতি প্যাটেল, ঋষি সুনক আর আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের নাম যুক্ত আছে।

এই তালিকায় মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথের নামও আছে। উত্তরপ্রদেশের রসড়া তহসীলের অঠিলপুরা গ্রাম মরিশাসের প্রধানমন্ত্রীর পৈতৃক ভিটে। এভাবেই সুরিনাম গণরাজ্যের রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদকেও এই তালিকায় রাখা হয়েছে। চন্দ্রিকা প্রসাদ রাষ্ট্রপতি পদের শপথ সংস্কৃত ভাষায় নিয়েছিলেন।

কানাডার প্রতিরক্ষা মন্ত্রী হরজীত সিং সজ্জন আর ভারতীয় বংশোদ্ভুত অর্থনীতিবীদ লেখক মেঘনাথ দেশাইও এই তালিকায় নাম তুলেছে। পাঞ্জাবের হোশিয়ারপুর জেলা থেকে ১৫ কিমি দূর বামবেলি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। ১৯৭০ সালে তিনি কানাডায় চলে যান।

The post বিশ্ব শাসন করছে ভারতীয়রা, আমেরিকা-ব্রিটেন সহ ১৫ টি দেশের উচ্চ পদে বিরাজমান ভারতীয় বংশোদ্ভূতরা first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3u1ZjJN
Bengali News
 

Start typing and press Enter to search