মুম্বাইঃ মহারাষ্ট্রের ভিবন্ডির এক কৃষক জনার্দন ভোইর আজকাল নিজের এলাকায় খুব চর্চায় আছেন। কারণ তিনি একটি হেলিকপ্টার কিনে নিয়েছেন। কৃষকের কাছে হেলিকপ্টার আছে শুনে বিশ্বাস করা মুশকিল হলেও এটা সত্য। প্রসঙ্গত, জনার্দন নিজের দুধের ব্যবসার কারণে অনেক সময় দেশের অন্য জায়গায় যেতে হয়, আর এই কারণে তিনি হেলিকপ্টার কিনে নিয়েছেন। এখন থেকে তিনি হেলিকপ্টারে করে দেশের এ প্রান্ত থেকে ওই প্রান্তে যাবেন।
চাষাবাস আর দুধের ব্যবসা করা কৃষক জনার্দন আজকাল হেলিকপ্টারে ট্রায়ালও নিচ্ছেন। কৃষি কাজের পাশাপাশি জনার্দনবাবুর রিয়েল এস্টেটের ব্যবসাও আছে। আর নিজের কাজের জন্য অনেক সময় ওনাকে দেশের অন্য জায়গায় যেতে হয়। আর যাতায়াতের জন্য তিনি নিজের হেলিকপ্টার কিনেছেন। ৩০ কোটি টাকা দিয়ে হেলিকপ্টার কিনে তিনি সবাইকে চমকে দিয়েছেন।
জনার্দনবাবু নিজের বাড়ির পাশে একটি হেলিপ্যাডও বানিয়েছেন। এর সাথে সাথে পায়লট রুম, টেকনিশিয়ান রুমও বানিয়েছেন। উনি বলেন, ‘১৫ মার্চ আমার হেলিকপ্টারের ডেলিভারি হবে। আমার কাছে ২.৫ একর জমি আছে, যেখানে হেলিকপ্টারের জন্য রাউন্ড পট্টি আর অন্য জিনিষ বানানো হবে।
প্রসঙ্গত, ভিবন্ডি এলাকায় অনেক গোদাম আছে, সেগুলোর জন্য ভালো ভাড়াও পাওয়া যায়। দেশের দামি দামি গাড়ি এই এলাকায় অনেক দেখা যায়। আমেরিকার রাষ্ট্রপতির কনভয়ে থাকা ক্যাডিল্যাক গাড়িও দেশের সর্বপ্রথম এই এলাকার বাসিন্দাই কিনেছিল। জনার্দনবাবুর কাছেও এরকম অনেক গোদাম আছে, আর সেখান থেকে তিনি মোটা টাকা আয়ও করেন।
The post সাক্ষাৎ করুন ভারতের ধনী কৃষকদের মধ্যে একজনের সঙ্গে, যিনি দুধ বিক্রি করার জন্য কিনেছেন হেলিকপ্টার first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3s025xw
Bengali News