কলকাতাঃ আজ শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভা করেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে তিনি একদিকে যেমন বিজেপিকে নিশানা করে একের পর এক তোপ দাগেন। তেমনই বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে আলাদা করে বেনজির আক্রমণ করেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন, ‘আমাকে বারবার তুই তোকারি করে আক্রমণ করা হয়েছে। আমি এতদিন পাল্টা তুই বলিনি। তবে আজ বলছি। আমি বেইমানদের তুই বলে ডাকি। বেইমানদের জন্য আমার মনে কোনও সন্মান আর সমবেদনা নেই। তুই একটা অকৃতজ্ঞ মানুষ।”
আজ কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসভা নিয়ে বাংলার একটি দৈনন্দিন চ্যানেলে বিশ্লেষণের পর্ব বসেছিল। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দেবজিৎ সরকার সহ আরও বিশিষ্ট কিছু অতিথি। সেই অনুষ্ঠানেই হিসেব করে দেখানো হয় যে, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভাতে প্রায় ২৫০০ পুলিশ ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য মোতায়েন ছিল।
পুলিশ মোতায়েনের পরিসংখ্যান সামনা সামনি উঠে আসতেই বিজেপি নেতা দেবজিৎ সরকার প্রশ্ন করেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত সংখ্যক পুলিশের নিরাপত্তা নিয়ে একজনকে চ্যালেঞ্জ জানিয়ে কীসের বাহাদুরি দেখাচ্ছেন? বিজেপি নেতা বলেন, কি এমন হল যে পিসির রাজত্বে ভাইপোকে এত পুলিশ নিয়ে ঘুরতে হচ্ছে।
উনি এও প্রশ্ন ছুঁড়ে দেন যে, রাজ্যের ৪২ জন সাংসদ সবাই যদি এত গুলো পুলিশ নিয়ে ঘুরে বেরান তাহলে রাজ্যের আইনশৃঙ্খলা বজায় থাকবে তো? উনি এও বলেন যে, শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিরাপত্তা দিতে ২৫০০ পুলিশ আসছে আর যখন বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজ্যে আসেন তখন পুলিশ কোথায় যায়? ওনাকে নিরাপত্তা দিতে না পারায় অভিষেকের গড়ে ওনার উপর হামলা হয়। দেবজিৎ সরকার কটাক্ষ করে এও বলেন, আজকের এই ঘটনা প্রমাণ করে দিল যে ‘পিসির রাজ্যে অসুরক্ষিত ভাইপো”
The post শুভেন্দুর গড়ে অভিষেকের নিরাপত্তায় মোতায়েন প্রায় ২৫০০ পুলিশ! first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3pS0l8G
Bengali News