আলিপুরদুয়ারঃ সমস্ত প্রতীক্ষার অবসান। আজ ১৬ জানুয়ারি ঐতিহাসিক দিন হতে চলেছে প্রতিটি ভারতীয়দের জন্য। কারণ আজকের দিনেই ভারতে প্রথম স্বদেশী করোনা ভ্যাকসিনের টিকাকরণ অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল ১০ঃ৩০ এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশে টিকাকরণ অভিযান শুরু করেন। জানিয়ে রাখি, দেশের ৩ কোটি করোনা যোদ্ধা, সাফাই কর্মী, স্বাস্থ্য কর্মী, পুলিশ কর্মীদের প্রথম টিকা দেওয়া হবে।
টিকাকরণে পদাধিকারীদের কোনও অগ্রাধিকার থাকছে না। প্রতিটি করোনা যোদ্ধাদের সমান ভাবে মর্যাদা দিয়ে টিকা দেওয়া হবে। শনিবার সকালে আলিপুরদুয়ার জেলার টিকা প্রাপকদের তালিকা সামনে আসতেই জোর বিতর্ক শুরু হয়েছে। ওই তালিকায় তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তীর নাম এক নম্বরে রয়েছে। কেন বিধায়ক মহাশয় করোনার টিকা নিচ্ছেন, সেটা নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক।
আলিপুরদুয়ার জেলার বিজেপির নেতা সুমন কাঞ্জিলাল বলেন, ‘কেন্দ্রের নিয়ম ভেঙে বিধায়ককে টিকা দেওয়া হচ্ছে। এই বেনিয়ম মানা যায় না।” আরেকদিকে, আলিপুরদুয়ার জেলার প্রধান স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘জেলার সদর হাসপাতালে রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে বিধায়ককে টিকা দেওয়া হচ্ছে।” যদিও এই নিয়ে তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
The post টিকা প্রাপকদের তালিকায় তৃণমূল বিধায়কের নাম! তুমুল বিতর্ক first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3nXkxEB
Bengali News