নয়া দিল্লীঃ প্রসার ভারতীর দূরদর্শন (Doordarshan ) আর অল ইন্ডিয়া রেডিওর (All India Radio) ডিজিটাল চ্যানেল গুলো নতুন রেকর্ড তৈরি করল। গত বছর ২০২০ সালে দুটি চ্যানেলের ডিজিটাল গ্রোথ ১০০ শতাংশেরও বেশি ছিল। ভারতের প্রধান সূচনা এবং সঞ্চার মাধ্যম গোটা বছরে এক বিলিয়নের থেকে বেশি ভিউ পায়। আর দুটি চ্যানেলে টাইম স্পেন্ড প্রায় ৬ বিলিয়ন ওয়াচ মিনিট ছিল।
ভারতীয় চ্যানেল গুলোর প্রাপ্ত এই বিশেষ সাফল্যের সবথেকে বড় বিষয়টিও আপনার জানা উচিৎ। ডিডি আর আকাশবাণী ২০২০ সালে পাকিস্তানে (Pakistan) ব্যাপক হারে জনপ্রিয়তা পেয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক অনুযায়ী ভারতের পর এই চ্যানেল গুলোর সবথেকে বেশি ডিজিটাল দর্শক পাকিস্তানে আছে। এরপর আমেরিকার বাসিন্দারা ডিডি আর অল ইন্ডিয়া রেডিওতে অনেক সময় কাটিয়েছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রক অনুযায়ী, গত বছর ২০২০ সালে প্রসার ভারতীর অফিসিয়াল অ্যাপ্লিকেশন NewsOnAir ২৫ লক্ষের থেকেও বেশি নতুন ইউজার হাসিল করেছে।
ডিডি ন্যাশানাল আর ডিডি নিউজ ছাড়া প্রসার ভারতীর শীর্ষ ১০ টি ডিজিটাল চ্যানেলও ভালো সফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে স্কুলের বাচ্চাদের কথোপকথনের ডিজিটাল ভিডিও সবথেকে বেশি পছন্দ করেছে মানুষ। এছাড়াও গণতন্ত্র দিবসের প্যারেড, ডিডি ন্যাশানাল আর্কাইভ আর শকুন্তলা দেবীর একটি দুরলভ ভিডিও জনপ্রিয় ভিডিওর মধ্যে যোগ হয়েছে।
The post দূরদর্শন চ্যানেল ভারতের পর সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছে পাকিস্তানে, ভেঙে ফেলেছে সমস্ত রেকর্ড first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3rU1uOk
Bengali News