ভোপালঃ একের পর এক কড়া পদক্ষেপ নিয়ে বিগত কিছুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান (Shivraj Singh Chouhan)। কিছুদিন আগে রাজ্যে লাভ জিহাদ আইন লাগু করে চর্চায় এসেছিলেন তিনি। রাজ্যে লাভ জিহাদ বিরোধী আইন অনুযায়ী এখন কেউ জোর করে ধর্মপরিবর্তন করলে অথবে বিয়ে করে ধর্মপরিবর্তন করলে ১০ বছরের সাজা দেওয়া হবে। শুধু তাই নয়, যেই মৌলবি এই কাজ করবে তাঁর সাথে সাথে যারা থাকবে তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।
লাভ জিহাদ বিরোধী আইনের পর এবার রাজ্যে পাথরবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছেন শিবরাজ সরকার। পাথরবাজদের বিরুদ্ধে কড়া আইন আনার ইঙ্গিত দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে বলেন, যারা পাথর ছোঁড়ে তাঁরা সমাজ তথা দেশের শত্রু, এদের কোনোরকম ছাড়া হবে না। এদের জন্য মানুষের মৃত্যুও ঘটতে পারে।
তিনি বলেন, সমাজে ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করা মানুষদের রেয়াত নয়। এরা কোনও সাধারণ অপরাধী নয়। তাই এদের সহজেই ছেড়ে দেওয়া যাবে না আর। এতদিন এদের বিরুদ্ধে খুব সামান্য ব্যবস্থা নেওয়া হয়েছে, এবার এদের বিরুদ্ধে কড়া আইন আনতেই হবে। তিনি বলেন, শুধু পাথর ছুঁড়েই নয়, আগুন ধরিয়েও এরা আতঙ্ক সৃষ্টি করে সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্ট করে এরা।
বলে রাখি, গত বছরের শেষের দিকে মধ্যপ্রদেশে একটি ঘটনা ঘটে যাওয়ার পর শিবরাজ সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। মধ্যপ্রদেশের বেগমপুরা এলাকায় রাম মন্দিরের জন্য চাঁদা তুলতে বের হওয়া হিন্দুদের উপর পাথর ছোঁড়ার ঘটনার পর শিবরাজ সরকার নড়েচড়ে বসে। প্রশাসন ঘটনাকে গুরুতর ভাবে নিয়ে যেই বিল্ডিং থেকে পাথর ছোঁড়া হয়েছিল, সেটিকে ধ্বস্ত করে দেয়। ওই বিল্ডিংটি অবৈধ ছিল বলে জানায় প্রশাসন। এরপর সেখান থেকে কজনকে গ্রেফতারও করে।
The post ‘ওঁরা সমাজের শত্রু!” এবার পাথরবাজদের বিরুদ্ধে কড়া আইন শিবরাজ সরকারের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3oeiSv0
Bengali News