নয়া দিল্লীঃ ভারতে করোনার ভ্যাকসিন নিয়ে দ্রুত গতিতে প্রস্তুতি চলছে। করোনা ভ্যাকসিনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ থেকে দেশজুড়ে ভ্যাকসিনের ড্রাই রান চলছে। আর এরই মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন বড় ঘোষণা করে বলেন, দেশের প্রতিটি ভারতীয়কে করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। জানিয়ে দিই, কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রালয় সমস্ত রাজ্য আর কেন্দ্রশাসিত প্রদেশের মোট ১১৬ টি জেলার ২৫৯ টি কেন্দ্রে আজ করোনার ভ্যাকসিনের ড্রাই রান করাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডঃ হর্ষবর্ধন নিজেই দিল্লীর জিটিবি হাসপাতালে গিয়ে ভ্যাকসিনের ড্রাই রানের কাজ খতিয়ে দেখেন।
#WATCH | Not just in Delhi, it will be free across the country: Union Health Minister Dr Harsh Vardhan on being asked if COVID-19 vaccine will be provided free of cost pic.twitter.com/xuN7gmiF8S
— ANI (@ANI) January 2, 2021
https://platform.twitter.com/widgets.js
জিটিবি হাসপাতালের বাইরে আসার পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমি সবার কাছে আবেদন করছি যে তাঁরা যেন কোনও গুজবে কান না দেন। ভ্যাকসিনের সুরক্ষা সুনিশ্চিত করা আমাদের প্রাথমিকতা। পোলিওর ভ্যাকসিন দেওয়ার সময়েও অনেক গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু মানুষ টিকা লাগিয়েছে আর ভারত পোলিও মুক্ত হয়েছে।
The post সুখবর! দেশজুড়ে সবাইকে বিনামূল্যে দেওয়া হবে করোনার ভ্যাকসিন! ঘোষণা ডঃ হর্ষবর্ধনের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2LhVb6I
Bengali News