বীরভুমঃ আর কয়েকমাস বাকি রাজ্যের বিধানসভা নির্বাচন। আর তাঁর আগে রাজ্যে চলছে দলবদলের পালা। এই দলবদলের পালাতে সবথেকে বেশি প্রভাবিত শাসক দল তৃণমূল। একের পর এক নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কর্মী আর সমর্থকরা দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। এবার অনুব্রত মণ্ডলের গড়ে বিশাল ভাঙন দেখা দিল তৃণমূলে।
আজ বীরভূম জেলার বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি সামাদ সেখ এর নেতৃত্বে জেলার নানান প্রান্ত থেকে ১২০০ জন মানুষ তৃনমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন।
আজ এই যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জী, রাজ্য সম্পাদক বিবেক সোনকর, বীরভূম জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা, বিজেপি বীরভূম জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি সামাদ সেখ, জেলার সাধারন সম্পাদক অতনু চ্যাটার্জী, প্রাক্তন জেলা সভাপতি অর্জুন সাহা সহ জেলা বিজেপির অন্যান্য নেতৃত্বরা।
The post তৃণমূল ছেড়ে ১২০০ সংখ্যালঘু কর্মী-সমর্থক যোগ দিলেন বিজেপিতে first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2Y3x6Dr
Bengali News