নন্দীগ্রামঃ অধিকারী পরিবারে শুরু হল পদ্ম ফোটা। আজ বিজেপিতে (Bharatiya Janata Party) যোগ দিচ্ছেন কাঁথি পুরসভার প্রাক্তন প্রশাসক সৌমেন্দু অধিকারী। আজ কাঁথিতে শুভেন্দু অধিকারীর সভাতেই তিনি বিজেপিতে যোগ দেবেন। আজ নন্দীগ্রামের সোনাচূড়ায় একটি প্রতিবাদী সভা আয়োজন করেছিল শুভেন্দু অধিকারী। ওই সভা থেকেই তিনি সৌমেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। কাঁথির ডরমেটরি মাঠে শুভেন্দু অধিকারী সভায় আজ বিজেপিতে নাম লেখাবেন সৌমেন্দু।
উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর দল ছাড়ার পরই অধিকারী পরিবারকে নিয়ে নানান জল্পনা চলছিল। আর এরমধ্যে দুদিন আগে সৌমেন্দু অধিকারীকে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তের পর অধিকারী পরিবার নিয়ে জল্পনা দ্বিগুণ হয়েছিল। একদিকে সৌমেন্দু অধিকারীর আরেক দাদা দিব্যেন্দু অধিকারী সরকারের এই সিদ্ধান্ত ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছিলেন। আরেকদিকে সৌমেন্দু অধিকারী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দরজায় কড়া নেড়েছেন।
গত রবিবার ডায়মন্ড হারবারের সভা থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেছিলেন যে, তোমার বাড়ির লোক তোমাকে মানে না। এরজন্য তুমি বিজেপিতে আর বাড়ির সবাই তৃণমূলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই কটাক্ষের জবাবে শুভেন্দু অধিকারী খড়দহের সভা থেকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, বাসন্তী পুজো রামনবমী আসেনি, আসতে দাও আমার বাড়িতেও পদ্ম ফুটবে।
এছাড়াও শুভেন্দু অধিকারী বলেন, ‘বাবুসোনা তোমার বাড়িতেও পদ্ম ফোটাব।” শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরই সৌমেন্দু অধিকারীকে পদ থেকে সরানো হয়। আর এরপর থেকেই ওনাকে নিয়ে জল্পনা চলছিল। আর আজ সেই জল্পনার অবসান ঘটতে চলেছে।
The post জল্পনার অবসান! সমস্ত বাঁধন ছেড়ে আজই বিজেপিতে যোগ দিচ্ছেন এই তৃণমূল নেতা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3mZhlaQ
Bengali News