টিটাগড়ঃ বন্ধ হল রাজ্যের আরও একটি জুটমিল। কর্মহীন দুই হাজার শ্রমিক। আজ সকালে টিটাগড়ের এম্পায়ার জুট মিলের কর্তৃপক্ষ মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয়। শ্রমিকেরা সকালে কাজে গেলে, এই নোটিশ দেখে ভেঙে পড়ে।
জুট মিল বন্ধ হওয়ার প্রতিবাদে শ্রমিকেরা আজ ঘণ্টাখানেকের জন্য বিটি রোড অবরোধ করেন। এরপর পুলিশ এসে বিক্ষোভকারীদের তুলে দেয়। মালিক পক্ষ জানিয়েছে, শ্রমিকদের বিক্ষোভের কারণেই মিল বন্ধ হয়েছে। যদিও, শ্রমিকরা পাল্টা অভিযোগ করে বলেন, ঠিকাদারদের দিয়ে মিল চালানো হচ্ছিল।
আরেকদিকে, হুগলিতেও কাজ বন্ধের প্রতিবাদে ওয়েলিংটন জুট মিলের শ্রমিকরা আন্দোলন শুরু করেন। বিক্ষোভকারীরা জানান, এক কর্মীর মৃত্যুর পর প্রভিডেন্ট ফান্ড আর গ্রাচুয়িটি নিয়ে মালিকপক্ষের সাথে কথা বলতে যাওয়ায় ইউনিয়নের এক নেতাকে মিল থেকে বের করে দেওয়া হয়। আর সেই কারণে তারা আজ কাজে যোগ দেয়নি।
সুত্রের খবর অনুযায়ী, শ্রমিকদের বিক্ষোভ দেখে মালিকপক্ষ হুঁশিয়ারি দিয়েছে যে, কাজে যোগ না দিলে মিল বন্ধ করে দেবে। শমিকদের বিক্ষোভ থেকে বড়সড় গণ্ডগোল যাতে না হয়, সেই জন্য মিলের সামনে মোতায়েন হয়েছে পুলিশ।
The post তালা ঝুলল টিটাগড়ের জুটমিলে, সকাল সকাল মিলের বাইরে নোটিশ দেখে মাথায় হাত শ্রমিকদের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3nCOOJt
Bengali News