কলকাতাঃ ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কেন্দ্রে যাওয়ার সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কনভয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই হামলায় গুরুতর ভাবে আহত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় (Mukul Roy)। ওনার হাত ফেটে গিয়েছে এই হামলায়। নাড্ডার আগমনে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা ডায়মন্ড হারবারে ঢোকার সময় ওনার গাড়িতে হামলা করে। ভেঙে ফেলা হয় গাড়ির কাঁচ। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
জেপি নাড্ডার আগমনের বিরোধিতা করা রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষদের হাতে তৃণমূলের পতাকা দেখা গিয়েছে। আর সেখান থেকে জেপি নাড্ডার কনভয়ে হামলা চালানো হয়। কৈলাস বিজয়বর্গীয় এই ঘটনার ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন। কয়েকটি ভিডিওতে বিজেপির কর্মীদের বাইক থেকে নামিয়ে রাস্তায় ফেলে মারতেও দেখা গিয়েছে।
बंगाल पुलिस को पहले ही राष्ट्रीय अध्यक्ष श्री @JPNadda जी के कार्यक्रम की जानकारी दी गई थी, लेकिन एक बार फिर बंगाल पुलिस नाकाम रही। सिराकोल बस स्टैंड के पास पुलिस के सामने ही #TMC गुंडों ने हमारे कार्यकर्ताओं को मारा और मेरी गाड़ी पर पथराव किया। #BengalSupportsBJP pic.twitter.com/G882Ewhq9M
— Kailash Vijayvargiya (@KailashOnline) December 10, 2020
https://platform.twitter.com/widgets.js
কৈলাস বিজয়বর্গীয় লিখেছেন, আমি আহত। দলের সভাপতির গাড়িতেও হামলা করা হয়েছে। আমি এই হামলার কড়া নিন্দা করি। পুলিশের সামনেই গুন্ডারা আমাদের উপর হামলা করে। ওদের এই বর্বরচিত কাজ দেখে মনে হল, আমরা মনে হয় আমাদের দেশেই নেই।
The post নাড্ডার কনভয়ে হামলা, বাইক থেকে নামিয়ে বিজেপির কর্মীদের মার! গুরুতর আহত মুকুল রায় first appeared on India Rag .
from India Rag https://ift.tt/37PKpMz
Bengali News