কলকাতাঃ রাজ্যে খুন আরও এক বিজেপি (Bharatiya Janata Party) কর্মী। এবার খুন কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত “১৯২ নং বুথের বিজেপি কর্মী স্বপন দাস। বিজেপির তরফ থেকে অভিযোগ করে বলা হয় যে, তৃণমূলের (All India Trinamool Congress) গুণ্ডারা চিরাচরিত ভাবে বিজেপির ওই কর্মীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি ক্ষোভ উগড়ে দেন।
দিলীপ ঘোষ ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘ তৃণমূলের খুনের রাজনীতি অব্যাহত। তিতিবিরক্ত বঙ্গবাসী আজ চাক্ষুষ করলেন আরও একটি নির্লজ্জ নির্মম খুনের চিত্রনাট্য। এবার শিকার কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত “১৯২ নং বুথের বিজেপি কর্মী স্বপন দাস”। চিরাচরিত প্রথা মেনেই তাকে খুন করে টাঙিয়ে দেওয়া হয়। পরিবর্তনকামী রাজ্যবাসী এ হেন অত্যাচারের জবাব দিতে তাকিয়ে আছেন ২১ এর নির্বাচনে। #PoliticalTerrorism of TMC।”
বিজেপির উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মী ফুলেন রায়ের মামলা ঠাণ্ডা হতে না হতেই উত্তরবঙ্গে আরও একটি বিজেপির কর্মী খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি।
The post আরও এক বিজেপির কর্মীর খুন! আগের গুলোর মতোই হত্যা করে ঝোলানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3grQd2y
Bengali News