মুম্বাইঃ ED শিবসেনার মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতের স্ত্রীকে পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র সহকারি ব্যাঙ্ক (pmc) দুর্নীতি মামলায় জড়িত থাকার সন্দেহে সমন পাঠিয়েছে।
রিপোর্ট অনুযায়ী, শিবসেনা নেতা সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতকে ২৯ ডিসেম্বর ED-এর সামনে পেশ হওয়ার সমন জারি করা হয়েছে। শোনা যাচ্ছে যে, এই মামলায় প্রবীণ রাউত নামের এক অভিযুক্তের স্ত্রীর সাথে বর্ষা রাউতের ৫০ লক্ষ টাকার রহস্যময়ি লেনদেন হয়েছে।
সঞ্জয় রাউতের ঘনিষ্ঠ প্রবীণ রাউতকে কিছুদিন আগেই ED গ্রেফতার করেছিল। শোনা যাচ্ছে যে, প্রবীণ রাউতের অ্যাকাউন্ট থেকে কিছু লেনদেন বর্ষা রাউতের অ্যাকাউন্টেও হয়েছিল। এবার ED এই বিষয়ে তথ্য জোগাড় করতে চাইছে। ED জানতে চায় যে, এই লেনদের পিছনে আসল কারণ কি? আর এই কারণেই বর্ষা রাউতকে সমন পাঠানো হয়েছে।
Enforcement Directorate sends notice to Varsha Raut, wife of Shiv Sena MP Sanjay Raut in connection with PMC Bank Scam. #Maharashtra
— ANI (@ANI) December 27, 2020
https://platform.twitter.com/widgets.js
উল্লেখনীয় গত বছরের সেপ্টেম্বর মাসে রিজার্ভ ব্যাঙ্ক পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কে দুর্নীতির খবর পেয়েছিল। এরপর RBI ব্যাঙ্ক থেকে টাকা তোলার সীমা নির্ধারণ করে দিয়েছিল। RBI জানতে পেরেছিল যে পিএমসি ব্যাঙ্ক মুম্বাইয়ের একটি রিয়েল এস্টেট ডেভলপারকে প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেওয়ার জন্য ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যবহার করছে।
এরকম ভুয়ো লেনদেন আর ঋণ থেকে ব্যাঙ্ককে বাঁচাতে RBI পিএমসি ব্যাঙ্কের লেনদেনের সীমা বেঁধে দেয়। প্রথমে ৫০ হাজার টাকা একমাসে তোলার নিয়ম করা হয়েছিল, এখন সেটি বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে।
The post ৪৩৩৫ কোটি টাকার ব্যাংক দুর্নীতিতে জড়াল সঞ্জয় রাউতের স্ত্রীর নাম! ডেকে পাঠাল ইডি first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3rxYlDF
Bengali News