‘বাং’লাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে একের পর এক আতঙ্কবাদী সংগঠন, আতঙ্কবাদীদের মিশন ব্যার্থ করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কমান্ডো দেব’- এমনই কাহিনী নিয়ে সাজানো হয়েছে দেবের প্রথম বাংলাদেশী ছবি কমান্ডো।
২৫ শে ডিসেম্বর দেবের জন্মদিনে মুক্তি পেয়েছে কমান্ডো ছবির টিজার। দেব নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টিজারের ভিডিও শেয়ার করেছেন। টিজার শেয়ার করে দেব লিখেছেন,- ” অবশেষে অপেক্ষার অবসান, আপনাদের জন্য রইল আমার বাংলাদেশের প্রথম সিনেমার কমান্ডোর টিজার। আমার পাশে থাকার জন্য বাংলাদেশের সকল দর্শকদের অসংখ্য ধন্যবাদ এবং আশা রাখি আপনাদের এই সিনেমা সকলের খুব ভালো লাগবে।”
তবে দেবের কমান্ডো ছবির টিজার মুক্তি পেতে না পেতেই বড়ো বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে এই ছবিকে বয়কটের ডাক দিয়েছেন। ফেসবুক থেকে শুরু করে টুইটার সব জায়গায় এই সিনেমাকে বয়কট করার ডাক উঠছে। বয়কট করার এই ডাক মূলত বাংলাদেশি মুসলিমদের তরফে দেওয়া হয়েছে। সিনেমার মাধ্যমে ইসলামকে ছোটো করার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মহম্মদ রুবেল নামের এক সোশ্যাল মিডিয়ায় ইউজার লিখেছেন, “শান্তির ধৰ্ম ইসলামে জঙ্গিবাদের জায়গা নেই। আমাদের ধর্মকে ছোটো করে দেখালে তা আমরা মেনে নেবো না।”
Khudro manush নামের আরেক সোশ্যাল মিডিয়ায় ইউজার লিখেছেন, -“চরম ইসলাম বিরোধী সিনেমা #কমান্ডো বয়কট করুন। সেখানে নায়ারে তাকবির, আল্লহু আকবার বলে বাংলাদেশের মুসলিম উম্মাহ কে চরমভাবে অপমান করা হয়েছে। আলেমদের জঙ্গি, সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হয়েছে।”
চরম ইসলাম বিরোধী সিনেমা #কমান্ডো বয়কট করুন।
সেখানে "নায়ারে তাকবির, আল্লহু আকবার" বলে বাংলাদেশের মুসলিম উম্মাহ কে চরমভাবে অপমান করা হয়েছে। আলেমদের জঙ্গি, সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হয়েছে। #বয়কট_কমান্ডো_মুভি#Boycott_Comando_Movie#Boycott_Dev #Bangladesh #India pic.twitter.com/oA80yr7hsq
— MAHEDI HASAN CHOWDHURY KHOUSNU (@KhusnuMh) December 27, 2020
https://platform.twitter.com/widgets.js
সব মিলিয়ে ইসলাম বিদ্বেষী সিনেমা তৈরির অভিযোগে সোশ্যাল মিডিয়ায় দেব ও তার সিনেমা বয়কটের ডাক লাগাতার তীব্র হয়ে উঠেছে। অনেকে দেবের এই ছবিকে ব্যান করার পর্যন্ত দাবি করেছেন।
The post ‘দেবের নতুন ছবি কমান্ডো ইসলাম বিদ্বেষী’- অভিযোগ তুলে বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায় first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3hp8uOG
Bengali News