UP পুলিশের এটিএস টিম সাহারণপুর থেকে দুজন বাংলাদেশি আতঙ্কবাদীকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ২ জন আতঙ্কবাদীর নাম ইকবাল ও ফারুক বলে জানা গেছে। দুজন বাংলাদেশি আতঙ্কবাদীর থেকে পুলিশ জালি আধার কার্ড, ভোটার কার্ড সহ বেশকিছু নথি বাজেয়াপ্ত করেছে।
ইউপি ATS এই এডিজি ডিকে ঠাকুর জানিয়েছেন, মহম্মদ ইকবাল ও মহম্মদ ফারুক অবৈধভাবে সাহারণপুরে বসবাস করছিল। এই দুই বাংলাদেশি উন্মাদী অবৈধভাবে ভারতের ডকুমেন্ট বানিয়ে ফেলেছিল। সাহারণপুরের ঠিকানায় পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংক খাতা সবকিছু বানিয়েছিল দুই অবৈধ বাংলাদেশি। এছাড়াও এরা নিজেদের জন্য জবও জোগাড় করে নিয়েছিল।
এটিএস এর তরফে আরো জানানো হয়েছে যে, রি দুজন লাগাতার বিদেশী সম্পর্কে ছিল। এর আগেও এই দুজন বাংলাদেশি জালি নথি বানানোর কারণে জেলের সাজা ভুগেছে। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ থেকে এই দুই ভাইকে গ্রেফতার করা হয়েছিল।
তবে জেলের সাজা পাওয়ার পর তারা নিজের দেশে ফিরে যাওয়ার পরিবর্তে ভারতে এক্টিভ ছিল এবং অবৈধ কাজকর্মের সাথে যুক্ত ছিল। পুলিশ আশঙ্কা প্রকাশ করেছে, ফারুক ও ইকবাল দিল্লিতে গ্রেফতার হওয়ার আতঙ্কবাদীদের সাথে যুক্ত রয়েছে।
The post ইকবাল ও ফারুক নামের দুই বাংলাদেশী আতঙ্কবাদীকে গ্রেফতার করলে UP পুলিশ! লিপ্ত ছিল অবৈধ কাজে first appeared on India Rag .
from India Rag https://ift.tt/35Eh47K
Bengali News