-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

দেশের গোপন চোখ রাখবে শত্রুদের উপর নজর, ISRO সফল ভাবে উৎক্ষেপণ করল EOS-01 স্যাটেলাইট

- November 07, 2020

নয়া দিল্লীঃ ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন (Indian Space Research Organization) গোটা বিশ্বে আরও একবার নিজের ছাপ ফেলল। ISRO দুপুর তিনটে দুই নাগাদ PSLV-C49 এর মাধ্যমে ১০ টি উপগ্রহকে লঞ্চ করেছে। এই লঞ্চিং প্রোগ্রাম শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে করা হয়েছে। নয়টি আন্তর্জাতিক উপগ্রহ আর একটি ভারতীয় উপগ্রহ আর্থ অবসার্ভেশন স্যাটেলাইট (EOS-01) লঞ্চ করা হয়েছে আজ।

https://platform.twitter.com/widgets.js

এই লঞ্চে প্রাইমারি স্যাটেলাইট EOS01 একটি রাডার ইমেজিং স্যাটেলাইট (RISAT)। এটি একটি উন্নত রিসেট যার সিনথেটিক অ্যাপারচার রাডার মেঘের বাইরেও দেখতে সক্ষম। এই সমস্ত স্যাটেলাইট গুলোকে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের সাথে একটি কমার্শিয়ার অ্যাগ্রিমেন্টের মাধ্যমে লঞ্চ করা হয়েছে। এই বিষয়ে বৈজ্ঞানিকরা জানান, স্যাটেলাইট EOS-01 আর্থ অবজারভেশন রিসেট স্যাটালাইটের একটি অ্যাডভান্স ভার্সন।

https://platform.twitter.com/widgets.js

ISRO জানায়, EOS-01 কৃষি, বনজ এবং দুর্যোগ পরিচালনার সহায়তায় ব্যবহৃত একটি পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ। ISRO জানায়, অন্যান্য দেশের উপগ্রহ গুলোকে মহাকাশ বিভাগের নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড এর সাথে বাণিজ্যিক চুক্তির মাধ্যমে লঞ্চ করা হয়েছে।

 

The post দেশের গোপন চোখ রাখবে শত্রুদের উপর নজর, ISRO সফল ভাবে উৎক্ষেপণ করল EOS-01 স্যাটেলাইট first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3eylgZL
Bengali News
 

Start typing and press Enter to search