নয়া দিল্লীঃ দিল্লীতে বেড়ে চলা দূষণের কারণে কংগ্রেসের (Congress) সভাপতি সোনিয়া গান্ধী (Sonia Gandhi) আগামী সপ্তাহ পর্যন্ত দিল্লীর বাইরে থাকবেন। ডাক্তারের পরামর্শে সোনিয়া গান্ধী দিল্লীর বাইরে দূষণমুক্ত পরিবেশে কয়েকদিন সময় কাটাবেন। সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী (Rahul Gandhi) আজ গোয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সোনিয়া প্রায় এক সপ্তাহ গোয়াতেই থাকবেন।
বিগত কয়েক বছর ধরে সোনিয়া গান্ধী শীতের মরশুমে দিল্লীর বাইরে সময় কাটান। দিল্লীর বেড়ে চলা দূষণের ফলে ওনার স্বাস্থ্য খারাপ হওয়ার বিপদ থাকে। গত বছরও তিনি এক-দুই সপ্তাহের জন্য গোয়ায় সময় কাটিয়েছিলেন। যদিও করোনাকালে সোনিয়া গান্ধী দলের সমস্ত বৈঠক আর মিটিং ভিডিও কনফারন্সের মাধ্যমেও করেছিলেন।
আপনাদের জানিয়ে দিই, এই বছর দীপাবলির অবসরে দূষণের মাত্রা অনেক বেশি ছিল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB) নিজেদের রিপোর্টে বলেছিল যে, ২০১৯ এর তুলনায় এ বছরের দীপাবলিতে দূষণের মাত্রা বেশি ছিল।
The post অবহাওয়া ভালো না হওয়ায় দিল্লী ছাড়ছেন রাহুল-সোনিয়া, যাবেন হাওয়া বদলাতে first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3311tgS
Bengali News