কেরলের কান্নুরের চিত্রা লেখা নামের এক মহিলা বামপন্থীদের দ্বারা উৎপীড়নের শিকার হয়েছে। চিত্রা লেখা নামক মহিলা জাতিগত বিদ্বেষের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। চিত্রা লেখা একজন দলিত মহিলা অটোচালক বলে জানা গেছে। যিনি ফেসবুকে পোস্ট করে বিষয়টি সকলের সামনে তুলে ধরেছেন।
চিত্রা লেখা বলেছেন যে তিনি কেরলের শাসক দল দ্বারা অত্যাচারিত হয়েছেন। ১৬ নভেম্বর চিত্রা লেখা ফেবুকে পোস্ট করে ইসলাম কবুল করবেন বলে জানিয়েছেন। মহিলা অভিযোগ তুলেছেন যে জাতিগতভাবে উনাকে অত্যাচার করা হয়েছে এবং উনি আদালতের থেকে ন্যায় পাওয়ার সমস্থ আশা ছেড়ে দিয়েছেন।
চিত্রা লিখেছেন, উনি ২০ বছর ধরে একা সিপিএমের জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে সংঘর্ষ করেছেন তবে আর তিনি সহ্য করতে পারবেন না। তাই উনি নিজের দলিত পরিচয় ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করবেন ।
চিত্রা লিখেছেন, সিপিএম কর্মীরা উনাকে কাজ করতে পর্যন্ত বাধা প্রদান করেছিল। উনার অটো রিকশা জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সবকিছু শুধুমাত্র জাতিগত বিদ্বেষের জন্য করা হয়েছে বলে বামপন্থীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মহিলা।
The post ইসলাম কবুল করতে বাধ্য হচ্ছেন দলিত মহিলা! কেরলের বামপন্থী সরকারের বিরুদ্ধে তুললেন জাতি বিদ্বেষের অভিযোগ first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3lNFL7f
Bengali News