কলকাতাঃ দিনের পর দিন উত্ত্যক্ত করার ফল হাতেনাতে পেলেন তৃণমূলের (All India Trinamool Congress) গুণধর নেতা। রাস্তার মাঝেই জুতোপেটা করে চরম শিক্ষা দিলেন মহিলারা। ঘটনাটি ঘটেছে রাজারহাটের দশদ্রোণ এলাকায়।
সেখানে এক মহিলাকে দিনের পর দিন উত্ত্যক্ত করা অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা বুদ্ধদেব দাসের বিরুদ্ধে। এমনকি মহিলার শ্লীলতাহানিতেও অভিযুক্ত ছিলেন ওই তৃণমূল নেতা। লাগাতার ফোন এবং SMS এর মাধ্যমে অশ্লীল ম্যাসেজ আর ভিডিও পাঠাতেন তিনি! এমনটাই অভিযোগ করেছেন নির্যাতিতা।
দিনের পর দিন একই ঘটনা ঘটে যাওয়ায় আজ সবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এরপরই এলাকার মহিলারা একত্রিত হয়ে গুণধর ওই তৃণমূল নেতাকে বেঁধে জুতোপেটা করেন। ঘটনার খবর পেতেই পুলিশ এসে তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে যায়। জানা যায় যে, ওই তৃণমূল নেতার বিরুদ্ধে এর আগেও অনেকবার অভিযোগ জমা পড়েছে।
The post উত্ত্যক্ত করার ফল হাতেনাতে পেল তৃণমূল নেতা, রাস্তায় বেঁধে উত্তমমধ্যম দিলেন মহিলারা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3kZTack
Bengali News