শিলিগুড়িঃ আচমকাই বাংলায় (West Bengal) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পদার্পণ। বিহারে নির্বাচনী জনসভায় যাওয়ার আগে বাগডোগরা বিমান বন্দরে নেমেছিলেন তিনি।
ওনাকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিক, জন বরলা এবং জয়ন্ত রায়।
আজ বিহারের বিহারের অরারিয়া ও সহরসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুটি জনসভা ছিল। আর সেই কারণে তিনি বিমানে করে বাগডোগরা বিমান বন্দরে নামেন। এবং সেখান থেকে হেলিকপ্টারে করে বিহারের উদ্দেশ্যে রওনা দেন।
বিজেপির সাংসদেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করে ওনাকে বলেন, বাংলায় জঙ্গলরাজ চলছে। আপনি বাংলায় আসুন। বাংলাকে বাঁচান।
জানিয়ে দিই, অমিত শাহ আগামী ৫ ই নভেম্বর বাংলার সফরে আসছেন। তিনি দুদিনের জন্য বাংলায় থাকবেন এবং বঙ্গ বিজেপির নেতাদের সাথে কথা বলবেন। তাঁর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণের জন্য বাংলা থেকে ঘুরে গেলেন।
The post অমিত শাহয়ের সফরের আগে আচমকাই বঙ্গে নরেন্দ্র মোদী first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3mHjDeW
Bengali News