-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

দীপাবলীর উপহার দিল ভারতীয় সেনা! খতম ৮ পাক সৈনিক, উড়িয়ে দেওয়া হল টেরর ক্যাম্প

- November 13, 2020


সিজ ফায়ার উলঙ্ঘন করে পাক সেনা দ্বারা ভারতের উপর আ’ক্রমনের কড়া জবাব দিল ভারতীয় সেনা।
দীপাবলীর সময় পাক সেনা সীমান্তে উপদ্রব করবে না এমনটা হতে পারে না। প্রতি বছরের মতো এবছরও পাক সেনা সিজ ফায়ার উলঙ্ঘন করছিল। যার জবাবে ভারতীয় সেনা পাকিস্তানের ৭-৮ জন সেনাকে খতম করেছে। একই সাথে পাকিস্তানের ১০ জন সৈনিক আহত হয়েছে বলে জানা গেছে।

প্রাপ্ত খবর অনুযায়ী, ভারতের সেনা পাকিস্তান আর্মির বাংকার ও বেশকিছু টেরর লঞ্চ প্যাড উড়িয়ে দিয়েছেন। পাকিস্তান শুক্রবার দিন LOC এর ভিন্ন ভিন্ন স্থানে সিজ ফায়ার উলঙ্ঘন করেছিল। পাক সেনা মর্টার ও অন্যান্য হাতিয়ার ব্যাবহার করে ভারতের উপর টার্গেট করে গোলা দেগেছিল। এতে জম্মু কাশ্মীরের বারামুলাতে বিএসএফ সাব ইন্সপেক্টর রাকেশ দোভাল শহীদ হন।

পাকিস্তানের ফায়ারিং এর দরুন ভারতের এক সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের এই হামলার জবাব দিতে গিয়ে ভারত বড়ো একশন নেয়। যার কিছু তথ্য সেনা সূত্র মারফত সামনে এসেছে।

https://platform.twitter.com/widgets.js

ভারতীয় সেনা যে পাল্টা জবাব দিয়েছে তাতে পাকিস্তানের ৭ থেকে ৮ জন সৈনিক মারা গেছে। অন্যদিকে ১০ জন সৈনিক আহত হওয়ার খবর রয়েছে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে। কারণ ভারতীয় সেনা বেশকিছু টেরর ক্যাম্পে উড়িয়ে দিয়েছেন।

The post দীপাবলীর উপহার দিল ভারতীয় সেনা! খতম ৮ পাক সৈনিক, উড়িয়ে দেওয়া হল টেরর ক্যাম্প first appeared on India Rag .



from India Rag https://ift.tt/38G353q
Bengali News
 

Start typing and press Enter to search