দীপাবলী আসতে না আসতেই দেশের কয়েটি রাজ্য সরকার আতশবাজি, পটাকার উপর ব্যান লাগিয়ে দিয়েছে। দূষণ ছড়িয়ে পড়বে এই কারনে পটাকার নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বলে রাজ্য সরকারগুলি জানিয়েছেন। দীপাবলী হিন্দুদের উৎসব এবং এই উৎসবের আনন্দের পরিপ্রেক্ষিতে হিন্দুরা আতশবাজি করে থাকে। এখন কয়েকটি রাজ্য সরকার আতশবাজির উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
তামিলনাড়ুর সরকার অন্যান্য রাজ্য সরকারগুলির কাছে ব্যান তুলে নেওয়ার আবেদন করেছে। কারণ এই ব্যানের দরুন বহু হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। মধ্যপ্রদেশ সরকার ঘোষণা করেছে যে দীপাবলীতে আতশবাজির উপর ব্যান লাগানো হবে না, হিন্দুরা নিজেদের মতো করে উৎসব পালন করবে।
মধ্যপ্রদেশের পর এখন আসাম সরকার হিন্দুদের জন্য বড়ো ঘোষণা করেছে। অসম সরকারের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, হিন্দুদের নিজেদের উৎসব পালনের অধিকার আছে। উনি জানিয়েছেন অসমে দীপাবলীতে আতশবাজি, পটাকার উপর নিষেধাজ্ঞা লাগানো হবে না।
Like any other religion, Hindus have the right to celebrate festivals. With improvement in #COVID19 situation in Assam,we plan no restrictions on celebration of #Diwali including use of #Firecrackers.
However, kindly remember, self-restraint is key to combat #COVID19
— Himanta Biswa Sarma (@himantabiswa) November 10, 2020
https://platform.twitter.com/widgets.js
এর আগে গতকাল শিবরাজ সিং চৌহান সরকার হিন্দুদের উৎসবে আতশবাজির উপর ব্যান না লাগানোর ঘোষণা করেছে। অন্যদিকে দিল্লীর কেজরিওয়াল সরকারের মন্ত্রী গোপাল রায় ঘোষণা করেছেন যে কেউ আতশবাজি করলে তাকে ৬ বছরের জন্য জেলে ঢুকিয়ে দেওয়া হবে।
The post হিন্দুদের উৎসব পালনের অধিকার আছে, আতশবাজির উপর কোনো ব্যান লাগানো হবে না: হিমন্ত বিশ্ব শৰ্মা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3khfDQI
Bengali News