দিল্লীতে দীপাবলিতে আতশবাজির উপর সম্পূর্ণ ব্যান লাগানোর পর এখন ছট পূজার উপরেও নতুন আদেশ জারি হয়েছে। এই বছর সার্বজনীক স্থানে ছট পূজা করা যাবে না বলে আদেশ জারি করা হয়েছে। কেজরিওয়াল সরকার এ নিয়ে একটা পত্র জারি করেছে যেখানে স্পষ্ট বলা হয়েছে, পাবলিক স্থানে যেন ছট পূজা পালন না করা হয়।
চিঠিতে সমস্তু ডিএম এবং পুলিশের সব ডিডিসিকে বলা হয়েছে তারা যেন বিষয়টির উপর খেয়াল রাখে। দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটি আদেশ জারি করে বলেছে, দিল্লীতে লাগাতার করোনা মহামারি ভয়ঙ্কর রূপ নিচ্ছে। তাই সকলকে নিজের বাড়িতে ছট পূজা পালন করতে হবে।
জানিয়ে দি, দিল্লী সরকারের এই সিদ্ধান্ত উত্তর দিল্লিতে বড়ো প্রভাব ফেলবে। কারণ দিল্লীতে একটা বড়ো সংখ্যায় উত্তরপ্রদেশ ও বিহারের লোকজন বাস করেন। যারা ধুমধাম করে ছট পূজা পালন করে। দিল্লীর যমুনা ঘাট, হিডেন ঘাট, সচিবালয় ঘটে প্রত্যেক বছর ছট পালনের ভিড় দেখা যায়।
অন্যদিকে দীপাবলী উৎসবে যে সকল হিন্দুরা আতশবাজি করার পরিকল্পনা করেছেন তাদের জন্য কঠোর সতর্কতা জারি করেছেন গোপাল রায়। কেজরিওয়াল সরকারের মন্ত্রী বলেছেন যে যদি আতশবাজি কেউ করলে জরিমানা তো হবেই সাথে সাথে ৬ বছরের জন্য জেলে ঢুকিয়ে দেওয়া হবে।
গোপাল রায় এও বলেছেন যে সরকারি অফিসারদের কড়া নির্দেশ থাকবে এটা দেখার জন্য যে কোনো ব্যক্তি যেন দীপাবলী উৎসবের জন্য আতশবাজি না করে।
The post সার্বজনিক স্থানে পালন করা যাবে না ছট পূজা! আতশবাজি ব্যানের পর আদেশ জারি কেজরিওয়াল সরকারের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3kotGUT
Bengali News