বিহারের পর এখন বাংলার রাজনীতি নিয়ে দেশজুড়ে চর্চা তীব্র হচ্ছে। তৃণমূল, কংগ্রেস, বিজেপি, বামফ্রন্টের সাথে নতুন বেশকিছু দল বাংলার বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপি বাংলায় নিজের শক্তি বৃদ্ধি করতে লাগাতার প্রয়াস করছে। যার জেরে অমিত শাহ, জেপি নাড্ডার মতো নেতারা প্রতি মাসে বাংলায় আসবেন বলে খবর পাওয়া যাচ্ছে।
বঙ্গ রাজনীতি নিয়ে চর্চা তুঙ্গে থাকার দরুন বিভিন্ন পার্টির নেতা নেত্রীদের মন্তব্য সামনে আসতে শুরু হয়েছে। বামপন্থী নেতা দীপঙ্কর ভট্টাচার্য বাংলায়
বিজেপি -তৃণমূল প্রসঙ্গে বড়ো মন্তব্য করেছেন। দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন যে বাংলা সহ পুরো দেশে বিজেপি প্রধান শত্রু।
জানিয়ে দি, তৃণমূল নাকি বিজেপি কারা মূল প্রতিপক্ষ এই নিয়ে CPI(ML) এবং CPI(M) এর মধ্যে দ্বন্দ শুরু হয়েছে। CPI(ML) সাধারণ সম্পাদক দীপংকর ভট্টাচার্য বলেছেন, বিজেপি প্রধান শত্রু যারা সংবিধান, আইন কানুন, গণতন্ত্র কিছু মানে না।
CPI(ML)-এর পলিটবিওরোর সদস্য কবিতা কৃষ্ণাণ বলেছেন CPI(M) তৃণমূলকে মুসলিম তোষণকারী এবং বিজেপিকে হিন্দু সাম্প্র’দায়িক হিসেবে দেখাতে চাই যা পরোক্ষভাবে বিজেপির রাজনীতিতে সাহায্য করে। তবে বিমান বসু বলেছেন, ভিন্ন জনের ভিন্ন মত থাকতে পারে তবে বিজেপি তৃণমূল উভয়েই আমাদের প্রধান শত্রু।
The post সারা দেশে বিজেপি মূল শত্রু যারা গণতন্ত্র, সংবিধান, আইন কিছুই মানে না: দীপঙ্কর ভট্টাচার্য, বামপন্থী নেতা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3lM0nwI
Bengali News