শ্রীনগরঃ জম্মু কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে সেনার অ্যাকশন জারি। উত্তর কাশ্মীরে কুপওয়ারা জেলার কেরন সেক্টরে LOC এর পাশে চলা অপারেশনে সেনার তিন জওয়ান নিজের প্রাণ দিয়ে অনুপ্রবেশ রুখে দিয়েছেন। অপারেশনে সেনার দুই আর BSF এর এক জওয়ান বীরগতি প্রাপ্ত হয়েছেন। এর আগে সেনা জওয়ানরা এলওসিতে জঙ্গিদের অনুপ্রবেশ করার প্রচেষ্টা ব্যর্থ করে দুই জঙ্গিকে নিকেশ করে।
উল্লেখ্য, শনিবার রাতে নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের চেষ্টা চলছিল। সেনা খবর পেতেই অভিযান শুরু করে দেয়। এই অভিযানে দুই অনুপ্রবেশকারী নিকেশ হয়। সেনা তল্লাশিতে দুই জঙ্গির দেহ উদ্ধার করে। কিন্তু এই অভিযানে সেনার দুই আর BSF এর এক জওয়ান বীরগতি প্রাপ্ত হন। এর সাথে সাথে সেনার এক জওয়ান আহত হন।
#UPDATE Constable Sudip Sarkar lost his life during the operation in Machil Sector. Reinforcements received from Indian Army. Joint operation still underway: Border Security Force (BSF). #JammuAndKashmir https://t.co/M9rZTcaoaO
— ANI (@ANI) November 8, 2020
https://platform.twitter.com/widgets.js
সেনা জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে বিশেষ কম্যান্ডোর সহায়তা নিয়েছিল, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এখনও একটি বড় অভিযান চলছে।
The post নিজের প্রাণ দিয়ে সীমান্তে অনুপ্রবেশ রুখলেন তিন জওয়ান, সাবার দুই জঙ্গি first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3lbwAgS
Bengali News