সুপ্রিম কোর্ট আজ রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্নব গোস্বামীকে জামিন দিয়েছেন। আদালত মুম্বাই পুলিশকে আদেশ দিয়েছে, যেন সুপ্রিম কোর্টের নির্দেশ সঠিকভাবে পালন করা হয়। জাস্টিস চন্দ্রচূড় বলেছেন, “আমি মনে করে হাইকোর্ট এই বিষয়ে জামিন না দিয়ে ভুল করেছে।” এর সাথে আদালত অর্নব গোস্বামী ও অন্য দুজনকে ৫০ হাজার টাকার বন্ডে জামিনে মুক্ত করে।
আদালতের এই সিদ্ধান্তের পর লিবারেল জামাতের মধ্যে হাহাকার ছড়িয়ে পড়েছে। যারা অর্নব গোস্বামীর গ্রেফতারের পর সোশ্যাল মিডিয়ায় আনন্দ উৎসবে মেতেছিলেন তারা এখন কান্না কাটি শুরু করে দিয়েছে। তথাকথিত কমেডিয়ান কুনাল কামরা থেকে শুরু করে ফেক তথ্যের ভান্ডার ধ্রুব রাঠি অন্যদিকে JNU এর ফ্রিল্যান্স প্রটেস্টোর সেহেলা রশীদের মতো লোকজনেরা সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করতে শুরু করেছেন।
All lawyers with a spine must stop the use of the prefix “Hon’ble” while referring to the Supreme Court or its judges. Honour has left the building long back…
— Kunal Kamra (@kunalkamra88) November 11, 2020
https://platform.twitter.com/widgets.js
DY Chandrachud is a flight attendant serving champagne to first class passengers after they’re fast tracked through, while commoners don’t know if they’ll ever be boarded or seated, let alone served.
*Justice*— Kunal Kamra (@kunalkamra88) November 11, 2020
https://platform.twitter.com/widgets.js
পরিস্থিতি এমন যে কুনাল কামরা থেকে শুরু করে নিধি রাজদান এখন সোশ্যাল মিডিয়ায় জাস্টিস চন্দ্রচুড়ের উপর আক্রোশ প্রকাশ করতে শুরু করেছেন। কুনাল কামরা আক্রোশ প্রকাশ করে বিচারপতিদের সামনে থেকে শ্রদ্ধেয় শব্দ সরিয়ে ফেলার সুপারিশ করেন। একই সাথে জাস্টিস চন্দ্রচূড়কে ফ্লাইট আটেন্ডেন্ট বলে কটাক্ষ করেন।
— iMac_too (@iMac_too) November 11, 2020
https://platform.twitter.com/widgets.js
If you don't like Umar Khalid's speech, don't hear it. https://t.co/RMV02UmHTw
— Shehla Rashid (@Shehla_Rashid) November 11, 2020
https://platform.twitter.com/widgets.js
জাস্টিস চন্দ্রচূড় বলেছেন যদি কারোর কোনো নিউজ চ্যানেল না ভালো লাগে তাহলে তিনি অন্য চ্যানেল দেখবেন। এর উপর আক্রোশ প্রকাশ করে সাহেলা রশীদ বলেছেন, যদি আপনারা উমর খালিদের বক্তব্য ভালো না লাগে তাহলে শুনবেন না।
Justice Chandrachud is a true liberal, he is saying the right thing here
But please give common man an access to personal liberty also. Not everyone is privileged as Arnab Goswami that Supreme Court will open for them instantly. Hundreds of other ppl have been denied this right! https://t.co/VFzAQTARf4
— Dhruv Rathee
(@dhruv_rathee) November 11, 2020
https://platform.twitter.com/widgets.js
একইভাবে ফেক তথ্যের জন্য কুখ্যাত ধ্রুব রাঠি একের পর এক টুইট করে অর্নব গোস্বামীর জামিনের উপর নিজের জ্ঞান বিতরণ করেছেন।
The post অর্ণব গোস্বামী জামিন পেতেই হাহাকার লিবারেল জামাতে! বিরোধিতা করে করছে একের পর টুইট first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3nrqWIj
Bengali News