মথুরাঃ হাথরস কাণ্ডে জাতীয় দাঙ্গা ছড়ানোর আশঙ্কার মধ্যে উত্তর প্রদেশের মথুরা জেলা থেকে চারজনকে গ্রেফতার করল পুলিশ। উত্তর প্রদেশের ADG আইন শৃঙ্খলা প্রশান্ত কুমার বলেন, দিল্লী থেকে হাথরস যাওয়া চার যুবককে মথুরা থেকে গ্রেফতার করা হয়েছে। এরা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (Popular Front of India) সাথে যুক্ত। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।
হাথরস কাণ্ডের পর জাতীয় হিংসা ছড়ানোর ষড়যন্ত্রের আশঙ্কায় উত্তর প্রদেশ জুড়ে পুলিশকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। অস্থিরতা ছড়ানো মানুষদের বিরুদ্ধে কড়া নজর রাখা হচ্ছে। আর এর মধ্যে মথুরা জেলায় যমুনা এক্সপ্রেসওয়ে মান্ট টোলে যাওয়া প্রতিটি ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর সন্দেহভাজনদের শান্তিভঙ্গের জন্য চালান করা হচ্ছে।
Four persons who were on their way to Hathras from Delhi apprehended from Mathura yesterday. They were found to have links with Popular Front of India (PFI): UP Additional Director General of Police (Law and Order) Prashant Kumar pic.twitter.com/32Hnb4JTHA
— ANI UP (@ANINewsUP) October 6, 2020
https://platform.twitter.com/widgets.js
সোমবার দুপুরে পুলিশ এরকমই চারজনকে গ্রেফতার করেছে। ওই চারজনের মধ্যে একজনের নাম আতিকুর রহমান। পুলিশ ওই ব্যাক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। শোনা যাচ্ছে যে, ওই ব্যাক্তি হাথরসে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিল। এসপি দেহাত শ্রীশ চন্দ্র বলেন, আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করছি।
The post হাথরস কাণ্ড নিয়ে ষড়যন্ত্র সামনে আসার পর মথুরা থেকে চারজন গ্রেফতার, PFI এর সাথে রয়েছে সম্পর্ক first appeared on India Rag .
from India Rag https://ift.tt/30BQt8A
Bengali News