হাথরসঃ উত্তর প্রদেশের হাথরসের নির্যাতিতার পরিবার শনিবার স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমের বিরুদ্ধে অভিযুক্তদের যোগ সাজেশের অভিযোগ তুলেছে। নির্যাতিতার পরিবার দাবি করেছে যে, তদন্ত যেন সুপ্রিম কোর্টে তত্বাবধানে হয়। প্রয়াত ১৯ বছর বয়সী যুবতীর মা বলেন, মৃত্যুর পর মেয়ের দেহ আমাদের হাতে তুলে দেওয়া হয়নি। উনি সুপ্রিম কোর্টের বিচারকের নেতৃত্বে তদন্তের দাবি জানিয়েছেন আর এও বলেছেন যে, সিবিআই এবং SIT এর উপর তাঁদের কোনও ভরসা নেই।
নির্যাতিতার মা বলেন, ‘আমি ভিক্ষা চাওয়ার পরেও এরা আমাকে আমার মেয়ের দেহ দেখতে দেয়নি। আমরা সিবিআই তদন্ত চাই না। আমরা চাই এই মামলার তদন্ত সুপ্রিম কোর্টের বিচারকের অধীনে হোক। আমরা নার্কো টেস্টও করাব না, আমরা আমাদের বয়ান কখনো বদলাই নি।” জানিয়ে দিই, হাথরস জেলা প্রশাসন শনিবার সকালে মিডিয়াকে গ্রামে ঢোকার অনুমতি দিয়েছে।
মিডিয়ার সাথে কথা বলার সময় নির্যাতিতার বৌদি জানান, ‘সবার আগে এটা বলতে হবে যে, সেদিন রাতে কার দেহ সৎকার করা হয়েছিল? ওটা আমাদের মেয়ের দেহ ছিল না। আমরা আমাদের মেয়ের দেহ দেখিনি। আমরা কেন নার্কো টেস্ট করাব? আমরা সব সত্যি বলছি, আমরা ন্যায় চাই। ডিএম আর এসপির নার্কো টেস্ট হোক। ওঁরা মিথ্যে বলছে।”
নির্যাতিতার বৌদি বলেন, ‘গতকাল SIT আমাদের এখানে আসেনি। তাঁরা বৃহস্পতিবার এসেছিল, আর সকাল ৯ টা থেকে দুপুর ২ঃ৩০ মিনিট পর্যন্ত ছিল। জেলা ম্যাজিস্ট্রেট বারবার বলছেন, মেয়ের মৃত্যু করোনার কারণে হয়ে থাকতে পারে, এরজন্য আমরা কথা বলা আর সেখানে যাওয়ার থেকে আটকেছি। আমাদের মেয়ের দেহ আমাদের কেন দেখানো হয়নি? আমরা SIT এর উপর ভরসা করিনা, কারণ ওঁরা প্রশাসনের সাথে যুক্ত আছে।”
এক রাজনৈতিক নেতার সাথে নির্যাতিতার পরিবারের কথাবার্তা অডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে নির্যাতিতার বৌদি বলেন, ‘আমাদের পরিবারের সাথে কোনও রাজনৈতিক নেতার কথা হয়নি। আমি এখানে কোনও রাজনৈতিক নেতাকে এখানে দেখতেও চাই না। আমরা আমাদের মেয়ের জন্য ন্যায় চাই।”
The post CBI এর তদন্ত চাই না, আমরা নার্কো টেস্টও করাব না! ক্ষোভ উগড়ে দিয়ে বলল নির্যাতিতার পরিবার first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3izDpqx