উত্তরপ্রদেশের হাথরসে রাজনীতি প্রবল হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাথরস গিয়ে প্রতিবাদের নামে নিজেদের রাজনৈতিক অবস্থান মজবুত করতে লেগে পড়েছেন। অন্যদিকে যোগী সরকার হাথরস নিয়ে সক্রিয় রয়েছে তথা জাতিবাদের নামে দাঙ্গা যাতে না সৃষ্টি হয় তার দিকে কড়া নজর রেখেছে। গোয়েন্দাদের সূত্র অনুযায়ী, উত্তরপ্রদেশে জাতিবাদের দাঙ্গা লাগানোর প্রয়াস চলছে যার পেছনে বড়ো বড়ো মাফিয়াদের হাত রয়েছে।
হাথরস প্রসঙ্গে রাজনীতি করার বিষয়ে কংগ্রেস পার্টি সবথেকে এগিয়ে বলে অভিযোগ তোলা হয়েছে। কংগ্রেসের বড়ো নেতা শশী থারুর অভিযোগটি নিজে মুখে স্বীকার করেও নিয়েছেন। শশী থারুর বলেছেন যে এটাই উনাদের জন্য রাজনীতি করার বড়ো সুযোগ। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে। যা হাথরসে রাজনীতির স্তর কতটা নেমেছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
হাথরসে কংগ্রেস নেতা উদিত রাজের এমন কান্ড ধরা পড়েছে যা নিয়ে নেটিজনরা কংগ্রেসকে টার্গেট বানিয়ে ফেলেছে। উদিত রাজের ভিডিও দেখার পর নেটিজনরা প্রশ্ন তুলেছে যে উনি প্রদর্শন করতে গেছেন নাকি পিকনিক করতে? নীচে দেখুন উদিত রাজের ভাইরাল ভিডিও-
Is this a protest or a picnic, @INCIndia? pic.twitter.com/joD22Cgbla
— Ishita Yadav (@IshitaYadav) October 5, 2020
https://platform.twitter.com/widgets.js
ভাইরাল ভিডিওতে উদিত রাজকে প্রদর্শন করতে দেখা যাচ্ছে। উনি বেশকিছু মহিলার সাথে বসে ভারত মাতা কি জয় শ্লোগান দিচ্ছেন। এর মধ্যেই উনি এমন কিছু করেন যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। উদিত রাজ প্রদর্শনের বাহানা দিয়ে মজ মস্তি করতে মেতেছেন বলে অভিযোগ উঠেছে।
The post হাথরস কান্ডের বিরোধ প্রদর্শনের নামে একি করছেন কংগ্রেস নেতা উদিত রাজ! ভাইরাল ভিডিও নিয়ে উঠছে প্রশ্ন first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2HU41FM
Bengali News