হাথরস কান্ড নিয়ে দেশে রাজনীতি তীব্র হয়ে উঠেছে। যোগী সরকার ও প্রশাসনকে ঘিরতে বিরোধীরা পূর্ন শক্তি লাগিয়ে দিয়েছে। প্রতিবাদের নামে শুধুমাত্র রাজনীতি চলছে তা নেতা নেত্রীদের আচরণ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। নেতা নেত্রীরা হাথরস যাওয়ার চেষ্টা করলেও কেউ বলরামপুরের নির্যাতিতার পরিবারে বাড়ি যাওয়ার নামও মুখে আনছে না। কারণ স্পষ্ট, হাথরস কান্ডে জাতপাতের রাজনীতির করে UP সরকারকে ঘেরা সম্ভব কিন্তু বলরামপুরের ঘটনায় সংখ্যালঘু বিষয় চলে আসায় সব রাজনৈতিক দল পিছিয়ে পড়েছে।
অবশ্য উত্তরপ্রদেশে সরকারও হাথরস কান্ড নিয়ে রাজনীতি রুখতে ভরপুর চেষ্টা করছে। কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে হাথরসে যাওয়ার আগেই আটকে দেওয়া হয়েছিল। তৃণমূলের কিছু নেতা নেত্রীরা হাথরসে প্রবেশ করার চেস্টা করেছিল। তাদেরকেও বাধা দেয় পুলিশ। এখন সোশ্যাল মিডিয়া থেকে একটা ভাইরাল ভিডিও সামনে এসেছে যেখানে উত্তরপ্রদেশ পুলিশের দ্বারা সমাজবাদী পার্টির নেতাকে পেটানোর পরের ছবি দেখা গেছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, সমাজবাদী পার্টির নেতা কর্মীরা লক্ষনউতে প্রদর্শন করতে চেয়েছিল। হাথরস কান্ড নিয়ে রাজনীতি করার চেষ্টা করায় পুলিশ তাদের আটকে দেয়। সমাজবাদী পার্টির লোকজন গান্ধী মূর্তির পাদদেশে বসতে চেয়েছিল। অভিযোগ পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে।
हाथरस मामले को ले कर लखनऊ में प्रदर्शन की कोशिश कर रहे समाजवादी पार्टी के लोगों को यूपी पुलिस ने रोका. पार्टी का दावा गांधी प्रतिमा के पास मौन बैठना चाहते थे. पार्टी प्रवक्ता अनुराग भदौरिया भी पुलिस की लाठियों के शिकार हुए. pic.twitter.com/mg2eOZRQaJ
— रोहित सरदाना (@sardanarohit) October 2, 2020
https://platform.twitter.com/widgets.js
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে UP পুলিশ সমাজবাদী পার্টির নেতা অনুরাগ ভাদোরিয়া পিটিয়ে চেহেরা লাল করে দিয়েছে। ভাইরাল ভিডিও নিয়ে বেশিরভাগজন মত প্রকাশ করেছে যে খবরের শিরোনামে আসতে গিয়ে এই অবস্থা হয়েছে। অনুরাগ ভাদোরিয়া হাথরস কান্ড নিয়ে জাতপাতের রাজনীতিকে উস্কানির দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।
The post সমাজবাদী পার্টির নেতাকে শুটিয়ে লাল করে দিল যোগী পুলিশ! দেখুন ভাইরাল ভিডিও first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3ng0sd9
Bengali News